ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদককাণ্ডের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন সাফা কবির

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ছোটপর্দার পরিচিত মুখ সাফা কবির। গত বছর তার নাম জড়িয়ে পড়ে একটি আলোচিত অভিযোগে। শুধু তিনি নন, তানজিন তিশা ও মুমতাহিনা চৌধুরী টয়াকেও একই ঘটনায় যুক্ত করা হয় বিভিন্ন খবরে। তবে সে সময় একেবারেই নীরব ছিলেন সাফা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। প্রায় আট মাস পর অবশেষে এ প্রসঙ্গে মুখ খুললেন এই অভিনেত্রী।

সম্প্রতি রুম্মান রশীদ খানের উপস্থাপনায় ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে অংশ নিয়ে সাফা জানান, অভিযোগটির প্রভাব তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে গভীরভাবে পড়েছিল। তিনি বলেন, খবরটি প্রথম দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। ‘কী হচ্ছে এসব!’—এমন প্রশ্নই শুধু ঘুরছিল তার মনে। অথচ পরবর্তীতে আর কোনো তথ্য বা প্রমাণ সামনে আসেনি। সাফার ভাষায়, “তিন–চারজন শিল্পীর নাম একসঙ্গে প্রকাশ করা হলো, অথচ একবারও ভাবা হলো না এই খবর তাদের জীবনে কী ধাক্কা দেবে।”

তিনি মনে করেন, প্রমাণ ছাড়াই অভিযোগ ছড়ানো যেমন ভুল, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া তথ্য ছড়িয়ে দেওয়াও অন্যায়। সাফা বলেন, “আমরা না ভেবে অনেক কিছু শেয়ার করি। কিন্তু সেটা একজন শিল্পী কিংবা তার পরিবারের জন্য কতটা ক্ষতিকর হতে পারে, সেটা কি কেউ ভাবে?” তার মতে, এসব ঘটনার কারণে পরিবারগুলোতে নেতিবাচক ধারণা তৈরি হয়—মিডিয়ায় কাজ করা যেন নিরাপদ নয়।

অভিযোগ ছড়িয়ে পড়ার পর থেকে একে একে অনেক কাজ হাতছাড়া হয় তার। সাফা জানান, “বৃহস্পতিবার খবরটি প্রকাশিত হওয়ার পর রোববার আমার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু তারা সেটা বাতিল করে দেয়। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু প্রমাণ দেখাব কীভাবে? শেষ পর্যন্ত অনেক সিনিয়র শিল্পীও কাজ করা থেকে বিরত থাকলেন, শুধু বিতর্ক এড়াতে।”

তবে কঠিন সময়ে একা পড়েননি তিনি। শোবিজ অঙ্গনের কয়েকজন বন্ধু তার পাশে দাঁড়ান। সাফা বলেন, “তৌসিফ মাহবুব তখনই বলেছিল, সে আমার সঙ্গে কাজ করবে। জোভানও সাহায্য করেছে, সিয়ামও মানসিকভাবে পাশে ছিল। তাদের সমর্থন না পেলে হয়তো আমি সামলাতে পারতাম না।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
৪ বার পড়া হয়েছে

মাদককাণ্ডের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন সাফা কবির

আপডেট সময় ০৫:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ছোটপর্দার পরিচিত মুখ সাফা কবির। গত বছর তার নাম জড়িয়ে পড়ে একটি আলোচিত অভিযোগে। শুধু তিনি নন, তানজিন তিশা ও মুমতাহিনা চৌধুরী টয়াকেও একই ঘটনায় যুক্ত করা হয় বিভিন্ন খবরে। তবে সে সময় একেবারেই নীরব ছিলেন সাফা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। প্রায় আট মাস পর অবশেষে এ প্রসঙ্গে মুখ খুললেন এই অভিনেত্রী।

সম্প্রতি রুম্মান রশীদ খানের উপস্থাপনায় ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে অংশ নিয়ে সাফা জানান, অভিযোগটির প্রভাব তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে গভীরভাবে পড়েছিল। তিনি বলেন, খবরটি প্রথম দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। ‘কী হচ্ছে এসব!’—এমন প্রশ্নই শুধু ঘুরছিল তার মনে। অথচ পরবর্তীতে আর কোনো তথ্য বা প্রমাণ সামনে আসেনি। সাফার ভাষায়, “তিন–চারজন শিল্পীর নাম একসঙ্গে প্রকাশ করা হলো, অথচ একবারও ভাবা হলো না এই খবর তাদের জীবনে কী ধাক্কা দেবে।”

তিনি মনে করেন, প্রমাণ ছাড়াই অভিযোগ ছড়ানো যেমন ভুল, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া তথ্য ছড়িয়ে দেওয়াও অন্যায়। সাফা বলেন, “আমরা না ভেবে অনেক কিছু শেয়ার করি। কিন্তু সেটা একজন শিল্পী কিংবা তার পরিবারের জন্য কতটা ক্ষতিকর হতে পারে, সেটা কি কেউ ভাবে?” তার মতে, এসব ঘটনার কারণে পরিবারগুলোতে নেতিবাচক ধারণা তৈরি হয়—মিডিয়ায় কাজ করা যেন নিরাপদ নয়।

অভিযোগ ছড়িয়ে পড়ার পর থেকে একে একে অনেক কাজ হাতছাড়া হয় তার। সাফা জানান, “বৃহস্পতিবার খবরটি প্রকাশিত হওয়ার পর রোববার আমার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু তারা সেটা বাতিল করে দেয়। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু প্রমাণ দেখাব কীভাবে? শেষ পর্যন্ত অনেক সিনিয়র শিল্পীও কাজ করা থেকে বিরত থাকলেন, শুধু বিতর্ক এড়াতে।”

তবে কঠিন সময়ে একা পড়েননি তিনি। শোবিজ অঙ্গনের কয়েকজন বন্ধু তার পাশে দাঁড়ান। সাফা বলেন, “তৌসিফ মাহবুব তখনই বলেছিল, সে আমার সঙ্গে কাজ করবে। জোভানও সাহায্য করেছে, সিয়ামও মানসিকভাবে পাশে ছিল। তাদের সমর্থন না পেলে হয়তো আমি সামলাতে পারতাম না।”