ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করায় বরগুনায় বাদীর সাত দিনের জেল Logo  আট বছর পর হিলি বন্দর দিয়ে ভারতীয় আপেল আমদানি পুনরায় শুরু Logo বিএনপির পতনের ঘণ্টা বেজে গেছে, আওয়ামী লীগের মতো পরিণতি অপেক্ষায়: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo ইউরোপীয় পার্লামেন্টে তাইওয়ানের উপ-রাষ্ট্রপতির বক্তব্যে চীনের তীব্র প্রতিক্রিয়া Logo তাহসান কি সত্যিই রাজনীতিতে নামছেন Logo গণভোট হলে প্রস্তুতি ও পরিকল্পনায় সমন্বয়ের প্রয়োজন হতে পারে: নির্বাচন কমিশন Logo ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার বিএনপির: আমীর খসরু Logo প্রয়াত গায়ক জুবিন গর্গের স্ত্রী গারিমা সাইকিয়া অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ইন্দোনেশিয়াকে ৪-০ গোলে হারিয়ে নকআউটে ব্রাজিল Logo গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করায় বরগুনায় বাদীর সাত দিনের জেল

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা করার অভিযোগে বরগুনায় এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বরগুনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এস. এম. শরিয়ত উল্লাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম হামেজ সিকদারের ছেলে মো. বাদশা মিয়া (৫৮)।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরে বাদশা মিয়ার স্ত্রী আলেয়া বেগম সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে জমি নিয়ে চলমান বিরোধের অংশ হিসেবে তিনি নাসির হাওলাদারসহ নয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলায় তিনি দাবি করেন, চাঁদা না দেওয়ায় তার স্ত্রীকে মারধর করা হয়েছে।

তবে তদন্তে জানা যায়, আলেয়া বেগমের আঘাত সড়ক দুর্ঘটনার ফলেই হয়েছে। সাক্ষীদের জবানবন্দি ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত মামলাটিকে মিথ্যা প্রমাণিত বলে রায় দেন। এ অবস্থায় অভিযুক্তদের খালাস এবং বাদী বাদশা মিয়াকে কারাদণ্ড দেওয়া হয়।

এ প্রসঙ্গে বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) জানান, আদালতের এই রায় ভবিষ্যতে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি থেকে বিরত রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
৪ বার পড়া হয়েছে

মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করায় বরগুনায় বাদীর সাত দিনের জেল

আপডেট সময় ০৮:২৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা করার অভিযোগে বরগুনায় এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বরগুনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এস. এম. শরিয়ত উল্লাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম হামেজ সিকদারের ছেলে মো. বাদশা মিয়া (৫৮)।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরে বাদশা মিয়ার স্ত্রী আলেয়া বেগম সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে জমি নিয়ে চলমান বিরোধের অংশ হিসেবে তিনি নাসির হাওলাদারসহ নয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলায় তিনি দাবি করেন, চাঁদা না দেওয়ায় তার স্ত্রীকে মারধর করা হয়েছে।

তবে তদন্তে জানা যায়, আলেয়া বেগমের আঘাত সড়ক দুর্ঘটনার ফলেই হয়েছে। সাক্ষীদের জবানবন্দি ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত মামলাটিকে মিথ্যা প্রমাণিত বলে রায় দেন। এ অবস্থায় অভিযুক্তদের খালাস এবং বাদী বাদশা মিয়াকে কারাদণ্ড দেওয়া হয়।

এ প্রসঙ্গে বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) জানান, আদালতের এই রায় ভবিষ্যতে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি থেকে বিরত রাখতে সহায়ক ভূমিকা রাখবে।