ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জুলাই গণঅভ্যুত্থান: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ নবম দিনের সাক্ষ্যগ্রহণ Logo মুন্সীগঞ্জে নৌ-পুলিশ ক্যাম্পে ডাকাত দলের হামলা, তীব্র গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ Logo ট্রাম্পের দাবি: আগামী ৩ সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধে ইতি টানবে Logo বিমান টিকিট জটিলতা নিরসনে জোর পদক্ষেপ চলছে: বিমান ও পর্যটন উপদেষ্টা Logo একযোগে ৯৬ সহকারী ও সিনিয়র জজের বদলি আদেশ Logo দেশের সাত জেলায় নতুন এসপি, ছয় কর্মকর্তার বদলি Logo নতুন রাজনৈতিক দলের নিবন্ধন: তদন্ত প্রতিবেদন জমার শেষ সময় ৩১ আগস্ট Logo জুলাই গণহত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি আটক Logo নরওয়ের পক্ষ থেকে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষায় ৭০০ মিলিয়ন ডলারের সহায়তা Logo আবু সাঈদ হত্যা মামলার আসামি সাবেক পুলিশ কর্মকর্তা মো. আরিফুজ্জামান ভারতের সীমানা থেকে গ্রেফতার

মুন্সীগঞ্জে নৌ-পুলিশ ক্যাম্পে ডাকাত দলের হামলা, তীব্র গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ

নিজস্ব সংবাদ :

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে নবনির্মিত অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পে সোমবার (২৫ আগস্ট) বিকেলে একদল নৌ-ডাকাত আকস্মিক হামলা চালিয়েছে। হামলার সময় শতাধিক রাউন্ড গুলি বিনিময় এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে পুলিশের শক্ত প্রতিরোধের মুখে ডাকাতরা এলাকা ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল ৫টার দিকে নয়ন-পিয়াস নামের একটি কুখ্যাত ডাকাত চক্র ৫-৬টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে নদীপথে ক্যাম্পের আশপাশে অবস্থান নেয়। এরপর তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের ক্যাম্প লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। পাল্টা প্রতিরোধে পুলিশও গুলি ছোড়ে।

হামলা ও গোলাগুলি চলে প্রায় আধাঘণ্টার বেশি সময় ধরে। এ সময় ডাকাত দলের সদস্যরা প্রায় ১০০ রাউন্ড গুলি ছোড়ে, আর পুলিশের পক্ষ থেকে ছোড়া হয় ২০ রাউন্ডের মতো গুলি। একপর্যায়ে পুলিশি প্রতিরোধে ব্যর্থ হয়ে বিকেল পৌনে ৬টার দিকে তারা ট্রলারযোগে মতলবের দিকে সরে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলেও কিছু সদস্য এখনো নদীপথে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গুয়াগাছিয়া এলাকায় নদীপথে ডাকাতি প্রতিরোধ এবং নিরাপত্তা জোরদারে সম্প্রতি চালু করা হয়েছে এই নৌ-পুলিশ ক্যাম্পটি। মেঘনা তীরবর্তী এই অঞ্চলে নয়ন-পিয়াস গ্রুপের বিরুদ্ধে একাধিক জলদস্যুতা ও ডাকাতির অভিযোগ রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
১০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে নৌ-পুলিশ ক্যাম্পে ডাকাত দলের হামলা, তীব্র গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ১২:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে নবনির্মিত অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পে সোমবার (২৫ আগস্ট) বিকেলে একদল নৌ-ডাকাত আকস্মিক হামলা চালিয়েছে। হামলার সময় শতাধিক রাউন্ড গুলি বিনিময় এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে পুলিশের শক্ত প্রতিরোধের মুখে ডাকাতরা এলাকা ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল ৫টার দিকে নয়ন-পিয়াস নামের একটি কুখ্যাত ডাকাত চক্র ৫-৬টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে নদীপথে ক্যাম্পের আশপাশে অবস্থান নেয়। এরপর তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের ক্যাম্প লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। পাল্টা প্রতিরোধে পুলিশও গুলি ছোড়ে।

হামলা ও গোলাগুলি চলে প্রায় আধাঘণ্টার বেশি সময় ধরে। এ সময় ডাকাত দলের সদস্যরা প্রায় ১০০ রাউন্ড গুলি ছোড়ে, আর পুলিশের পক্ষ থেকে ছোড়া হয় ২০ রাউন্ডের মতো গুলি। একপর্যায়ে পুলিশি প্রতিরোধে ব্যর্থ হয়ে বিকেল পৌনে ৬টার দিকে তারা ট্রলারযোগে মতলবের দিকে সরে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলেও কিছু সদস্য এখনো নদীপথে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গুয়াগাছিয়া এলাকায় নদীপথে ডাকাতি প্রতিরোধ এবং নিরাপত্তা জোরদারে সম্প্রতি চালু করা হয়েছে এই নৌ-পুলিশ ক্যাম্পটি। মেঘনা তীরবর্তী এই অঞ্চলে নয়ন-পিয়াস গ্রুপের বিরুদ্ধে একাধিক জলদস্যুতা ও ডাকাতির অভিযোগ রয়েছে।