ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

মুন্সীগঞ্জে নৌ-পুলিশ ক্যাম্পে ডাকাত দলের হামলা, তীব্র গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ

নিজস্ব সংবাদ :

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে নবনির্মিত অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পে সোমবার (২৫ আগস্ট) বিকেলে একদল নৌ-ডাকাত আকস্মিক হামলা চালিয়েছে। হামলার সময় শতাধিক রাউন্ড গুলি বিনিময় এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে পুলিশের শক্ত প্রতিরোধের মুখে ডাকাতরা এলাকা ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল ৫টার দিকে নয়ন-পিয়াস নামের একটি কুখ্যাত ডাকাত চক্র ৫-৬টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে নদীপথে ক্যাম্পের আশপাশে অবস্থান নেয়। এরপর তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের ক্যাম্প লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। পাল্টা প্রতিরোধে পুলিশও গুলি ছোড়ে।

হামলা ও গোলাগুলি চলে প্রায় আধাঘণ্টার বেশি সময় ধরে। এ সময় ডাকাত দলের সদস্যরা প্রায় ১০০ রাউন্ড গুলি ছোড়ে, আর পুলিশের পক্ষ থেকে ছোড়া হয় ২০ রাউন্ডের মতো গুলি। একপর্যায়ে পুলিশি প্রতিরোধে ব্যর্থ হয়ে বিকেল পৌনে ৬টার দিকে তারা ট্রলারযোগে মতলবের দিকে সরে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলেও কিছু সদস্য এখনো নদীপথে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গুয়াগাছিয়া এলাকায় নদীপথে ডাকাতি প্রতিরোধ এবং নিরাপত্তা জোরদারে সম্প্রতি চালু করা হয়েছে এই নৌ-পুলিশ ক্যাম্পটি। মেঘনা তীরবর্তী এই অঞ্চলে নয়ন-পিয়াস গ্রুপের বিরুদ্ধে একাধিক জলদস্যুতা ও ডাকাতির অভিযোগ রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
২০১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে নৌ-পুলিশ ক্যাম্পে ডাকাত দলের হামলা, তীব্র গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ১২:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে নবনির্মিত অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পে সোমবার (২৫ আগস্ট) বিকেলে একদল নৌ-ডাকাত আকস্মিক হামলা চালিয়েছে। হামলার সময় শতাধিক রাউন্ড গুলি বিনিময় এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে পুলিশের শক্ত প্রতিরোধের মুখে ডাকাতরা এলাকা ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল ৫টার দিকে নয়ন-পিয়াস নামের একটি কুখ্যাত ডাকাত চক্র ৫-৬টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে নদীপথে ক্যাম্পের আশপাশে অবস্থান নেয়। এরপর তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের ক্যাম্প লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। পাল্টা প্রতিরোধে পুলিশও গুলি ছোড়ে।

হামলা ও গোলাগুলি চলে প্রায় আধাঘণ্টার বেশি সময় ধরে। এ সময় ডাকাত দলের সদস্যরা প্রায় ১০০ রাউন্ড গুলি ছোড়ে, আর পুলিশের পক্ষ থেকে ছোড়া হয় ২০ রাউন্ডের মতো গুলি। একপর্যায়ে পুলিশি প্রতিরোধে ব্যর্থ হয়ে বিকেল পৌনে ৬টার দিকে তারা ট্রলারযোগে মতলবের দিকে সরে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলেও কিছু সদস্য এখনো নদীপথে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গুয়াগাছিয়া এলাকায় নদীপথে ডাকাতি প্রতিরোধ এবং নিরাপত্তা জোরদারে সম্প্রতি চালু করা হয়েছে এই নৌ-পুলিশ ক্যাম্পটি। মেঘনা তীরবর্তী এই অঞ্চলে নয়ন-পিয়াস গ্রুপের বিরুদ্ধে একাধিক জলদস্যুতা ও ডাকাতির অভিযোগ রয়েছে।