ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো নিয়ে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর Logo সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: জামায়াত নেতা তাহের Logo তিন বছরে রাহা: ভাইয়ের মেয়েকে জন্মদিনে আবেগঘন বার্তা রণবীরের বোনের Logo ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন Logo প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন Logo জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল Logo ইমরান হাশমির কারণে স্কুলে যেতে লজ্জা পাচ্ছেন তার ছেলে আয়ান! Logo স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম Logo প্রেম, পরকীয়া আর বিতর্কে টালমাটাল ব্রিটিশ রাজপরিবার Logo সুদানে আরএসএফ বাহিনীর তাণ্ডব, মানবিক বিপর্যয় তীব্র

মুন্সীগঞ্জে নৌ-পুলিশ ক্যাম্পে ডাকাত দলের হামলা, তীব্র গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ

নিজস্ব সংবাদ :

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে নবনির্মিত অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পে সোমবার (২৫ আগস্ট) বিকেলে একদল নৌ-ডাকাত আকস্মিক হামলা চালিয়েছে। হামলার সময় শতাধিক রাউন্ড গুলি বিনিময় এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে পুলিশের শক্ত প্রতিরোধের মুখে ডাকাতরা এলাকা ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল ৫টার দিকে নয়ন-পিয়াস নামের একটি কুখ্যাত ডাকাত চক্র ৫-৬টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে নদীপথে ক্যাম্পের আশপাশে অবস্থান নেয়। এরপর তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের ক্যাম্প লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। পাল্টা প্রতিরোধে পুলিশও গুলি ছোড়ে।

হামলা ও গোলাগুলি চলে প্রায় আধাঘণ্টার বেশি সময় ধরে। এ সময় ডাকাত দলের সদস্যরা প্রায় ১০০ রাউন্ড গুলি ছোড়ে, আর পুলিশের পক্ষ থেকে ছোড়া হয় ২০ রাউন্ডের মতো গুলি। একপর্যায়ে পুলিশি প্রতিরোধে ব্যর্থ হয়ে বিকেল পৌনে ৬টার দিকে তারা ট্রলারযোগে মতলবের দিকে সরে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলেও কিছু সদস্য এখনো নদীপথে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গুয়াগাছিয়া এলাকায় নদীপথে ডাকাতি প্রতিরোধ এবং নিরাপত্তা জোরদারে সম্প্রতি চালু করা হয়েছে এই নৌ-পুলিশ ক্যাম্পটি। মেঘনা তীরবর্তী এই অঞ্চলে নয়ন-পিয়াস গ্রুপের বিরুদ্ধে একাধিক জলদস্যুতা ও ডাকাতির অভিযোগ রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
১১৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে নৌ-পুলিশ ক্যাম্পে ডাকাত দলের হামলা, তীব্র গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ১২:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে নবনির্মিত অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পে সোমবার (২৫ আগস্ট) বিকেলে একদল নৌ-ডাকাত আকস্মিক হামলা চালিয়েছে। হামলার সময় শতাধিক রাউন্ড গুলি বিনিময় এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে পুলিশের শক্ত প্রতিরোধের মুখে ডাকাতরা এলাকা ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল ৫টার দিকে নয়ন-পিয়াস নামের একটি কুখ্যাত ডাকাত চক্র ৫-৬টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে নদীপথে ক্যাম্পের আশপাশে অবস্থান নেয়। এরপর তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের ক্যাম্প লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। পাল্টা প্রতিরোধে পুলিশও গুলি ছোড়ে।

হামলা ও গোলাগুলি চলে প্রায় আধাঘণ্টার বেশি সময় ধরে। এ সময় ডাকাত দলের সদস্যরা প্রায় ১০০ রাউন্ড গুলি ছোড়ে, আর পুলিশের পক্ষ থেকে ছোড়া হয় ২০ রাউন্ডের মতো গুলি। একপর্যায়ে পুলিশি প্রতিরোধে ব্যর্থ হয়ে বিকেল পৌনে ৬টার দিকে তারা ট্রলারযোগে মতলবের দিকে সরে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলেও কিছু সদস্য এখনো নদীপথে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গুয়াগাছিয়া এলাকায় নদীপথে ডাকাতি প্রতিরোধ এবং নিরাপত্তা জোরদারে সম্প্রতি চালু করা হয়েছে এই নৌ-পুলিশ ক্যাম্পটি। মেঘনা তীরবর্তী এই অঞ্চলে নয়ন-পিয়াস গ্রুপের বিরুদ্ধে একাধিক জলদস্যুতা ও ডাকাতির অভিযোগ রয়েছে।