ব্রেকিং নিউজ :
যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার
সরকার যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৯৩৫ কোটি টাকা।
মঙ্গলবার (১২ আগস্ট), সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।
জানা গেছে, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এই জাহাজ দুটি তাদের নিজস্ব অর্থায়নে কিনবে। প্রতিষ্ঠানটি রাষ্ট্রায়ত্ত বলে অনুমোদনটি দ্রুত দেওয়া হয়েছে।
এছাড়া, বৈঠকে দেশের জ্বালানি ঘাটতি মোকাবেলায় স্পট মার্কেট থেকে দুটি কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। সিঙ্গাপুর থেকে আমদানিকৃত এই এলএনজি কার্গোগুলোর জন্য ব্যয় হবে ৯৮৭ কোটি টাকা।