ব্রেকিং নিউজ :
যে সময় মুআনাকা করা সুন্নত
সাধারণত কারও সাথে দেখা হলে মুআনাকা করা যায় না। সালাম ও মুসাফাহা করা সুন্নত। অনেক দিন পর যদি কারও সাথে দেখা হয় তাহলে সেক্ষেত্রে মুআনাকা করা সুন্নত।
হজরত আনাস (রা.) বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসুল, আমাদের কেউ তার ভাইয়ের সাথে বা বন্ধুর সাথে সাক্ষাৎ করলে তার সামনে কি মাথা নত করবে? তিনি বললেন, না। সে বলল, তাহলে কি তাকে জড়িয়ে ধরে চুমো খাবে? তিনি বললেন, না। সে বলল, তাহলে কি তার হাত ধরে তার সঙ্গে মুসাফাহা করবে? তিনি বললেন, হ্যাঁ। (তিরমিজি ২৭২৮)
খুব কাছের কেউ দীর্ঘ সফর থেকে ফিরে এলে বা দীর্ঘদিন পর দেখা হলে মুআনাকা বা কোলাকুলি করা যেতে পারে। হাদিসে এসেছে, হজরত জায়েদ (রা.) সফর থেকে ফিরে এলে নবীজি (স.) তার সাথে মুআনাকা করেছিলেন।
হজরত আয়েশা (রা.) বলেন, জায়েদ ইবনে হারেসা মদিনায় এলেন। এ সময় আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন। জায়েদ ইবনে হারেসা (রা.) এসে ঘরের দরজায় আওয়াজ করলে আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি গায়ে চাদর টানতে টানতে তার কাছে গেলেন। (আয়েশা (রা.) বলেন) আল্লাহর কসম! আমি তাকে এর পূর্বে বা পরে কখনো খালি গায়ে (জনসমক্ষে যেতে) দেখিনি। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন ও চুমু খেলেন। (তিরমিজি ২৭৩২)
সাহাবিদের মধ্যেও মুআনাকার প্রচলন ছিল। হজরত আনাস (রা.) বলেন, নবীজির (সা.) সাহাবিরা পরস্পর মিলিত হলে মুসাফাহা করতেন। আর কোনো সফর থেকে ফিরলে মুআনাকা করতেন। (আলমু’জামুল কাবির লিততাবরানি ৯৭)
সাধারণভাবে সালাম ও মুসাফাহাই সাক্ষাতের সুন্নত। নবীজি (স.) বেশি বেশি সালাম দিতে বলেছেন। সালাম মুসলমানদের পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসা বাড়ায়। নবিজি (সা.) বলেন,
মুসাফাহার ফজিলত সম্পর্কে আনাস (রা.) থেকে বর্ণিত রয়েছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুজন মুসলিমের সাক্ষাৎ হয় এবং তারা পরস্পর হাত মিলায় আল্লাহ তাআলার ওপর তাদের এই হক জন্মে যে, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং তাদের হাতগুলো পৃথক হওয়ার আগেই তাদেরকে ক্ষমা করে দেবেন। (মুসনাদে আহমদ ১২৪৫১)
ঈদের নামাজের পর মুআনাকা করা কি বিদআত?
আমাদের দেশে ঈদের নামাজের পরে, বিয়ের মজলিসে আকদের পরে বা ফরজ নামাজের পরে মুআনাকা করার প্রচলন আছে। এ সময়গুলোতে মুআনাকার প্রচলনের কোনো ভিত্তি পাওয়া যায় না।
তবে কেউ যদি ঈদের নামাজের পর পরস্পর এমন কারও সাথে সাক্ষাৎ করেন যার সাথে অনেকদিন পরে দেখা হয়েছে তাহলে মুআনাকা করা যাবে। এছাড়া এটা যদি ঈদের দিনের আমল মনে করে তাহলে তা বিদআত বলেছেন ওলামায়ে কেরাম।