ঢাকা ১২:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির

রাজধানীতে ২৪ ঘণ্টায় ১৮৬ জন গ্রেফতার, দায়ের ৩৩টি মামলা

নিজস্ব সংবাদ :

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর নিরাপত্তা জোরদারে ২৪ ঘণ্টার টানা অভিযানে ১৮৬ জনকে গ্রেফতার করেছে এবং ৩৩টি মামলা রুজু করেছে। বুধবার (৩০ জুলাই) মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ঢাকার ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিতে ৪৭১টি টহল টিম মোতায়েন করা হয়। এর মধ্যে রাতে কাজ করেছে ২৫৯টি দল, দিনে ২১২টি। মোতায়েনকৃত ইউনিটের মধ্যে ছিল ২১২টি মোবাইল পেট্রোল টিম, ২০টি পায়ে হেঁটে চলা টহল দল এবং ২৭টি মোটরসাইকেল পেট্রোল ইউনিট। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬৬টি চেকপোস্ট বসানো হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছে একজন ডাকাত, পাঁচজন চোর, ১৩ জন মাদক কারবারি, দুইজন প্রতারক এবং ১২ জন পরোয়ানাভুক্ত আসামি। অভিযান চলাকালে ১১টি চোরাই মোবাইল, একটি বাস ও ১৩,১৮০ টাকা নগদ উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের মধ্যে পাওয়া গেছে ১০,০৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেনসিডিল ও এক গ্রাম হেরোইন।

ডিএমপির ডিবি ওয়ারী বিভাগ ১২৩টি চোরাই মোবাইল উদ্ধার করে পাঁচজনকে আটক করেছে। একইসঙ্গে, ডিবি তেজগাঁও বিভাগের হাতে কব্জি কাটা ‘আনোয়ার গ্রুপের’ সদস্য নিশাত (২২) ও রাসেল (২৩) গ্রেফতার হয়েছে।

এছাড়া গুলশানের এক সাবেক সংসদ সদস্যের বাসা থেকে চাঁদা দাবির ঘটনায় জিজ্ঞাসাবাদের পর ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডিএমপির ৫০ থানায় ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই, ১৫৪টি খুন ও ১,০৬৮টি চুরির মামলা হয়েছে। বর্তমানে মোট ৭,৮১২টি মামলা তদন্তাধীন। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ২,৮৪৫টি মামলা করা হয়েছে, যার মধ্যে ২৮২টি গাড়ি ডাম্পিং এবং ৯২টি রেকার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
১০১ বার পড়া হয়েছে

রাজধানীতে ২৪ ঘণ্টায় ১৮৬ জন গ্রেফতার, দায়ের ৩৩টি মামলা

আপডেট সময় ০৫:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর নিরাপত্তা জোরদারে ২৪ ঘণ্টার টানা অভিযানে ১৮৬ জনকে গ্রেফতার করেছে এবং ৩৩টি মামলা রুজু করেছে। বুধবার (৩০ জুলাই) মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ঢাকার ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিতে ৪৭১টি টহল টিম মোতায়েন করা হয়। এর মধ্যে রাতে কাজ করেছে ২৫৯টি দল, দিনে ২১২টি। মোতায়েনকৃত ইউনিটের মধ্যে ছিল ২১২টি মোবাইল পেট্রোল টিম, ২০টি পায়ে হেঁটে চলা টহল দল এবং ২৭টি মোটরসাইকেল পেট্রোল ইউনিট। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬৬টি চেকপোস্ট বসানো হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছে একজন ডাকাত, পাঁচজন চোর, ১৩ জন মাদক কারবারি, দুইজন প্রতারক এবং ১২ জন পরোয়ানাভুক্ত আসামি। অভিযান চলাকালে ১১টি চোরাই মোবাইল, একটি বাস ও ১৩,১৮০ টাকা নগদ উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের মধ্যে পাওয়া গেছে ১০,০৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেনসিডিল ও এক গ্রাম হেরোইন।

ডিএমপির ডিবি ওয়ারী বিভাগ ১২৩টি চোরাই মোবাইল উদ্ধার করে পাঁচজনকে আটক করেছে। একইসঙ্গে, ডিবি তেজগাঁও বিভাগের হাতে কব্জি কাটা ‘আনোয়ার গ্রুপের’ সদস্য নিশাত (২২) ও রাসেল (২৩) গ্রেফতার হয়েছে।

এছাড়া গুলশানের এক সাবেক সংসদ সদস্যের বাসা থেকে চাঁদা দাবির ঘটনায় জিজ্ঞাসাবাদের পর ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডিএমপির ৫০ থানায় ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই, ১৫৪টি খুন ও ১,০৬৮টি চুরির মামলা হয়েছে। বর্তমানে মোট ৭,৮১২টি মামলা তদন্তাধীন। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ২,৮৪৫টি মামলা করা হয়েছে, যার মধ্যে ২৮২টি গাড়ি ডাম্পিং এবং ৯২টি রেকার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।