ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জানালেন, দুই বাংলার সিনেমায় নিজের শক্ত অবস্থানের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে দ্যুতি ছড়াতে আসছেন তিনি।
পরিচালক আশফাক নিপুণের পরিচালনায় প্রথমবার কোনো ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন অভিনেত্রী। জয়া আহসান অভিনীত নতুন ওয়েব সিরিজটির নাম ‘জিম্মি’। খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে এর শুটিং।
‘জিম্মি’-তে জয়াকে সরকারি নিম্নপদস্থ কর্মচারীর চরিত্রে দেখা যাবে। জানা যায়, এ ওয়েব সিরিজে জয়া অর্থকষ্টে থাকা সংসারে স্বামীকে নিয়ে সংগ্রামী চরিত্রে অভিনয় করবেন। তবে হঠাৎই বান্ডেল ভর্তি টাকা পাওয়ার জীবনে নানা চড়ািই-উতরাই দেখা যাবে গল্পে।
ওয়েব সিরিজটি প্রসঙ্গে জয়া সংবাদমাধ্যমে বলেন, সিরিজের কাজটা আরও আগে শুরু হওয়ার কথা ছিল। নানান কারণে সেটা করা যায়নি। তবে শিগগিরই শুটিং শুরু হচ্ছে। আর এটাই হতে যাচ্ছে আমার প্রথম ওয়েব সিরিজ।
দেশীয় সিনেমার চেয়ে ভারতীয় সিনেমায় বেশি কাজ করা প্রসঙ্গে কিছু জানতে চাইলে জয়া বলেন, দেশের সিনেমার পাশাপাশি আমি ভারতীয় সিনেমাতেও অভিনয় করি। তবে বিষয়টা এমন নয় যে, আমি ভারতীয় সিনেমাতেই বেশি অভিনয় করি। অভিনয়শিল্পীরা যেমন আউটডোরে শুটে যায়, তেমনি কলকাতায় শুটিং থাকলে যাই। শুটিং শেষে আবার দেশে ফিরে আসি।
সাবলীল অভিনয়ের জন্য সিনেপ্রেমীদের হৃদয় ছুঁয়েছেন জয়া। তাই ঢালিউডের পাশাপাশি পর্দা কাঁপিয়েছেন টালিউড ও বলিউডেও। এবার ওটিটি প্লাটফর্ম কাঁপাতে আসছেন লাস্যময়ী এ অভিনেত্রী।