ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২।
সুনামগঞ্জ করেসপনডেন্ট:
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সীমান্তের বাগানবাড়ী বিওপির আওতাধীন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. সাইফুল ইসলাম সোহাগ ও মো. শহিদ মিয়া।
আটকের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাকারিয়া কাদির বলেন, আটককৃতরা চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিজিবির টহলদল তাদেরকে আটক করে। আটককৃতদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আটক বর্ডার গার্ড বাংলাদেশ ভারতে অনুপ্রবেশ সুনামগঞ্জ সীমান্ত