ব্রেকিং নিউজ :
হজ নিবন্ধনের সময়সীমা বাড়লো ১৬ অক্টোবর পর্যন্ত
চলতি বছরের হজের নিবন্ধনের সময় ১৬ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থায় হজে যেতে ইচ্ছুকদের জন্য এ সময়সীমা বাড়ানো হয়েছে।
এ সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যাংক ও হজ এজেন্সিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের জন্য এ বছর হজের কোটা নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।
ধর্ম উপদেষ্টা জানান, সৌদি সরকারের সঙ্গে আলোচনায় সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছিল এবং সেটি গৃহীত হয়েছে।