ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘মন্থা’, কোন দিকে যাবে তার গতিপথ?
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এর সম্ভাব্য আঘাতের এলাকা ভারতীয় উপকূল হওয়ায় বাংলাদেশে বড় ধরনের ঝুঁকি নেই।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মন্থা’। এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে মঙ্গলবার ভারতের ওডিশা ও তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে।
তিনি আরও বলেন, মন্থা বাংলাদেশে সরাসরি প্রভাব ফেলবে না, তবে এর প্রভাবে ৩০ অক্টোবর থেকে টানা তিন দিন সারা দেশে বৃষ্টিপাত হতে পারে।
বজলুর রশীদ জানান, ঘূর্ণিঝড়ের কারণে দেশের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আজ ভোরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে সাগর উত্তাল হয়ে উঠেছে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
















