জুলাই সনদে আইনি ভিত্তি দিন’— শহীদ পরিবারের দাবি
জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠকটি হয়।
শহীদ পরিবারের সদস্যরা কমিশনের কাছে অভিযোগ করেন, তাদের সন্তানদের ত্যাগের লক্ষ্য ও আদর্শ এখনও পূরণ হয়নি। বরং তারা বিভিন্ন সময় অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন।
তারা বলেন, নিজেদের সমস্যা তুলে ধরার চেষ্টা করলেও নানা অদৃশ্য প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয় না।
সভায় শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এবং তাদের নিরাপত্তা বিধান জরুরি।
কমিশনের সদস্যরা জানান, শহীদ পরিবারের উত্থাপিত সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সুযোগ তৈরিতে সহায়তা করা হবে।
বৈঠকে শহীদুল ইসলাম ভূঁইয়া, মীর মোস্তাফিজুর রহমান, মো. মহিউদ্দীন, কবির হোসেনসহ ১০ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক আলী রীয়াজ, ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক ও ড. ইফতেখারুজ্জামানসহ অন্যান্য সদস্য।
















