নির্বাচনের আগে বিএনপির ‘বড় জোট’ পরিকল্পনা
আগামী সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি বৃহৎ নির্বাচনি জোট গঠনের উদ্যোগ নিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ফ্যাসিবাদবিরোধী ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দলকেই এ জোটে অন্তর্ভুক্ত করা হবে।
বিএনপি এখন একদিকে একক প্রার্থী চূড়ান্ত করছে, অন্যদিকে সম্ভাব্য মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে। ইসলামপন্থি সংগঠন যেমন জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিসের সঙ্গে যেমন কথা হচ্ছে, তেমনি গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোট, এনডিএম, গণফোরাম, লেবার পার্টি প্রভৃতি দলকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।
দলের একাধিক নীতিনির্ধারক জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার আগেই জোটের প্রাথমিক কাঠামো চূড়ান্ত করতে চান নেতারা।
এদিকে তরুণমুখী কয়েকটি দল যেমন এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদও নিজেদের অবস্থান নির্ধারণ করছে—তারা বিএনপির সঙ্গে জোট গঠন করবে নাকি আলাদা থেকে আসন সমঝোতা করবে, তা এখনও অনির্ধারিত।
গণতন্ত্র মঞ্চ, লেবার পার্টি, জাতীয় পার্টি (কাজী জাফর) এবং গণফোরাম ইতিমধ্যেই বিএনপির সঙ্গে একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে।
















