ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক মেয়র আতিক গ্রেফতার
উত্তরার ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার মহানগর হাকিম মাহবুব আলমের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম গত ১৯ অক্টোবর গ্রেফতার দেখানোর আবেদন করেন।
নির্ধারিত দিনে সকালে আতিকুল ইসলামকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক আদেশ দেন।
আতিকুল ইসলামের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জানান, তার মক্কেল রাজনৈতিক কারণে মিথ্যা মামলার শিকার হচ্ছেন এবং কারাগারে অমানবিক আচরণের শিকার হচ্ছেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ জুলাই উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এলাকার আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। বিকাল সাড়ে ৪টার দিকে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার ছেলে রেদোয়ান হোসেন উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৬ অক্টোবর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।
















