জাপানে এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি
বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে জাপানের ব্যবসায়ী সংগঠন ‘ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস’ (এনবিসিসি)-এর ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে।
রোববার (২৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলের প্রধান মিকিও কেসাগায়ামা জানান, আগামী বছর প্রথম ধাপে দুই হাজার দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালে আরও ছয় হাজার ও ২০২৮ সালে ১৮ হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রশিক্ষণকেন্দ্রগুলোর উন্নতি দেখে তারা আশাবাদী। ভাষা দক্ষতা বাড়াতে ভার্চুয়াল ক্লাস ও জাপানি প্রশিক্ষকদের সম্পৃক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের নারীরা কেয়ারগিভিং খাতে অত্যন্ত দক্ষ। প্রশিক্ষণ ও ভাষা শেখার সুযোগ পেলে তারা জাপানের স্বাস্থ্যসেবা খাতে চমৎকার ভূমিকা রাখতে পারবেন।
















