ব্রেকিং নিউজ :
রাজধানীতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত অন্তত ১৫ জন
জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে আন্দোলনরত ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে এবং লাঠিচার্জ করে। এতে অন্তত ১৫ জন শিক্ষক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুরে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। মিছিলটি প্রেসক্লাবের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে এবং লাঠিচার্জ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
















