‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা এনসিপিকে খাটো দেখানোর প্রচেষ্টা: সামান্তা শারমিন
Ok
নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, পূর্ণাঙ্গ বা ফুটন্ত শাপলা না দিয়ে ‘শাপলার কলি’ অন্তর্ভুক্ত করা আসলে এনসিপিকে ছোট করে দেখানোর প্রচেষ্টা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সামান্তা বলেন, “যদি শাপলার কলি দেয়া সম্ভব হয়, তাহলে শাপলাও দেয়া যেত। এতে স্পষ্ট যে, নির্বাচন কমিশনের ভূমিকা আবারও প্রশ্নের মুখে পড়েছে।”
তিনি অভিযোগ করেন, ইসি বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে এনসিপির সঙ্গে প্রতারণা করছে। তার মতে, এমন পক্ষপাতমূলক কমিশনের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায় না।
উল্লেখ্য, একই দিনে নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘শাপলা কলি’কে রাজনৈতিক দলের বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় যুক্ত করেছে। নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধনের পর এই প্রজ্ঞাপন জারি করা হয়।



















