ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, জোয়ারে দেশজুড়ে উৎসবের আমেজ: প্রেস সচিব
সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম ভাগেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে—এ লক্ষ্যেই প্রধান উপদেষ্টা ও সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে। তিনি বলেন, “সুশাসন প্রতিষ্ঠা রাতারাতি সম্ভব নয়; এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। বিশ্বের অনেক দেশে সংস্কার কার্যক্রমে ১০ থেকে ১৫ বছর সময় লেগেছে। নেপালের উদাহরণই তা প্রমাণ করে, যেখানে সংস্কারে লেগেছিল ৯ বছর।”
জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলার বিষয়ে তিনি বলেন, “অনেকে বলেন নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই, কিন্তু বাস্তবে সনদে সমাজের সব শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব রয়েছে। রাজনৈতিক দলগুলোর মতোই এটি একটি সর্বজনীন নথি।”
শফিকুল আলম আরও বলেন, আগামী সরকারের সামনে কর্মসংস্থান তৈরি করা বড় চ্যালেঞ্জ হবে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর দ্রুত অগ্রগতির কারণে।
তিনি জানান, রেল খাতে ইতোমধ্যে পাঁচ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্পন্ন হয়েছে, যার বেশিরভাগ প্রকল্প গোপালগঞ্জে সংযুক্ত হয়েছে। এসব উদ্যোগকে তিনি শেখ হাসিনার ‘চোরতন্ত্রের অংশ’ বলে অভিহিত করেন এবং বলেন, “আগামী সরকারকে জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নিতে আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, “শেখ হাসিনা আজও আন্দোলনকারীদের সন্ত্রাসী বলেছেন। ১৮ কোটি মানুষকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ক্ষমতায় ফিরতে চায় আওয়ামী লীগ। এই অবস্থার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।”



















