ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

 দাগেস্তানে রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাঁচজনের মৃত্যু

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে একটি কেএ-২২৬ মডেলের হেলিকপ্টার ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয়ে পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে কিজলিয়ার ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্টের চারজন শীর্ষ কর্মকর্তা এবং একজন মেকানিক ছিলেন।

ঘটনাটি ঘটে ৭ নভেম্বর, আচি-সু নামের গ্রামের কাছে ক্যাসপিয়ান সাগরের তীরে। স্থানীয় সূত্রে জানা যায়, হেলিকপ্টারটি সৈকতে জরুরি অবতরণের চেষ্টা করার সময় পেছনের অংশ একটি পাথরে আঘাত পায়। এতে রটর ভেঙে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলে উড়োজাহাজটি এবং মুহূর্তের মধ্যে মাঝ আকাশেই দুই টুকরো হয়ে যায়।

রুশ সরকারি সংবাদ সংস্থা তাস জানায়, হেলিকপ্টারটি পরে একটি খালি বাড়ির ওপর পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে পুরো ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কিজলিয়ার ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্ট এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানটির উপ-মহাপরিচালক আচালো মাগোমেদভসহ আরও তিন কর্মকর্তা। এছাড়া দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।

পূর্ব ইউরোপীয় সংবাদমাধ্যম নেক্সটা জানায়, প্রাথমিক তদন্তে দুর্ঘটনাটি ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কোনো ধরনের নাশকতার প্রমাণ এখনো পাওয়া যায়নি।

রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে বলেছে, তারা সরকারি তদন্তে অংশ নিচ্ছে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ২০২৪ সালে কিজলিয়ার ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, অভিযোগ ছিল প্রতিষ্ঠানটি রুশ সামরিক বাহিনীর জন্য এমন সরঞ্জাম তৈরি করে যা ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার জন্য হুমকি সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
৪২ বার পড়া হয়েছে

 দাগেস্তানে রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাঁচজনের মৃত্যু

আপডেট সময় ০২:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে একটি কেএ-২২৬ মডেলের হেলিকপ্টার ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয়ে পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে কিজলিয়ার ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্টের চারজন শীর্ষ কর্মকর্তা এবং একজন মেকানিক ছিলেন।

ঘটনাটি ঘটে ৭ নভেম্বর, আচি-সু নামের গ্রামের কাছে ক্যাসপিয়ান সাগরের তীরে। স্থানীয় সূত্রে জানা যায়, হেলিকপ্টারটি সৈকতে জরুরি অবতরণের চেষ্টা করার সময় পেছনের অংশ একটি পাথরে আঘাত পায়। এতে রটর ভেঙে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলে উড়োজাহাজটি এবং মুহূর্তের মধ্যে মাঝ আকাশেই দুই টুকরো হয়ে যায়।

রুশ সরকারি সংবাদ সংস্থা তাস জানায়, হেলিকপ্টারটি পরে একটি খালি বাড়ির ওপর পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে পুরো ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কিজলিয়ার ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্ট এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানটির উপ-মহাপরিচালক আচালো মাগোমেদভসহ আরও তিন কর্মকর্তা। এছাড়া দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।

পূর্ব ইউরোপীয় সংবাদমাধ্যম নেক্সটা জানায়, প্রাথমিক তদন্তে দুর্ঘটনাটি ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কোনো ধরনের নাশকতার প্রমাণ এখনো পাওয়া যায়নি।

রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে বলেছে, তারা সরকারি তদন্তে অংশ নিচ্ছে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ২০২৪ সালে কিজলিয়ার ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, অভিযোগ ছিল প্রতিষ্ঠানটি রুশ সামরিক বাহিনীর জন্য এমন সরঞ্জাম তৈরি করে যা ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার জন্য হুমকি সৃষ্টি করে।