তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আপিল মামলার রায় আজ ঘোষণা
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা হবে কি না—এই বহুল আলোচিত আপিলের রায় আজ ঘোষণা করবেন দেশের সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রায় ঘোষণার মধ্য দিয়ে জানা যাবে ১৪ বছর আগে বাতিল হওয়া এই ব্যবস্থা ফিরতে পারে কি না, ফিরলেও কোন কাঠামোতে এবং কোন সময় থেকে তা কার্যকর হতে পারে।
১১ নভেম্বর দীর্ঘদিনের শুনানি শেষ হওয়ার পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ আজকের তারিখটি রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন।
এই মামলাটিতে বিভিন্ন পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। বিএনপির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের প্রতিনিধিত্ব করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। রাষ্ট্রের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মোট ১০ কার্যদিবস ধরে শুনানি চলে।
শুনানিতে আপিলকারী পক্ষ ও রাষ্ট্রপক্ষ উভয়েই বলেছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনা প্রয়োজন। তাদের দাবি, এই ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকেই দেশে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে।
























