ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেটকার পড়ে সাইকেল আরোহীর মৃত্যু
চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার নিচে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে নিচের সড়কে থাকা এক সাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বন্দর থানার সামনে নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্যমতে, এক্সপ্রেসওয়ে দিয়ে চলার সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের রাস্তায় পড়ে যায়। এতে নিচে থাকা সাইকেল আরোহী গাড়ির নিচে চাপা পড়ে মারা যান। গাড়িতে থাকা তিনজনও গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।






















