ব্রেকিং নিউজ :
নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট, কঠোর হুঁশিয়ারি শিক্ষার্থীদের
নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট, কঠোর হুঁশিয়ারি শিক্ষার্থীদের।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়ে মানববন্ধন করেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন করছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২০ অক্টোবর) রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার সামনে মানববন্ধনের আয়োজন করেন তারা।
এ সময় সব ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে শিক্ষার্থীদের লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে তারা বলেন, গণঅভ্যুত্থানের দুই মাস পার হলেও এখনও বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি যা অত্যন্ত দুঃখজনক।
শিক্ষার্থীরা জানান, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে যেমন অভ্যুত্থান গড়ে তোলা হয়েছে; সেভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রয়োজনে আবারও রাজপথে নামবেন তারা। একইসঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান শিক্ষার্থীরা।
এদিকে গত ৭ অক্টোবর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার ও সরবরাহ পরিস্থিতি তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে ১০ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করেছে
বাণিজ্য মন্ত্রণালয়।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live কঠোর হুঁশিয়ারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বাণিজ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিন্ডিকেট