ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমান হাদির ওপর হা*ম*লা*য় উদ্বেগ জানিয়ে স্বজনকে প্রধান উপদেষ্টার ফোন Logo ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান Logo ২০২৬ বিশ্বকাপ টিকিটের মূল্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র অসন্তোষ Logo এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত হলেন ওসমান হাদি Logo হাদির জনসংযোগে দেখা গেল মোটরসাইকেলে গুলি ছোড়া দুই ব্যক্তি Logo ওয়েস্ট ইন্ডিজকে তিন দিনে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড Logo সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন Logo ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে Logo ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ Logo ত্রয়োদশ জাতীয় নির্বাচন: আজ থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আচরণবিধি তদারকিতে কঠোর নজরদারি

আলোন্সোকে ছাঁটাইয়ের গুঞ্জন— কীভাবে দেখছেন রিয়াল কোচ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

কার্লো আনচেলত্তি দায়িত্ব ছাড়ার পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে আসেন শাবি আলোন্সো। শুরুর দিকে তার অধীনে দল বেশ সাফল্যের সাথেই এগোলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। ফলে দল ও ড্রেসিংরুমে নানান আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে, বিশেষ করে আলোন্সোর ভবিষ্যৎ নিয়ে। তবে এসব গুঞ্জনকে গুরুত্ব দিচ্ছেন না রিয়ালের এই স্প্যানিশ কোচ।

গত মাসের শুরুতে বার্সেলোনার তুলনায় পাঁচ পয়েন্ট এগিয়ে ছিল রিয়াল। কিন্তু পরবর্তী পাঁচ ম্যাচে মাত্র এক জয়, তিন ড্র এবং এক হার— এমন হতাশাজনক পারফরম্যান্সে পয়েন্ট তালিকায় নিচে নেমে দ্বিতীয় স্থানে অবস্থান করছে দলটি।

সবশেষ ম্যাচে গত রোববার (৭ ডিসেম্বর) সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে পরাজয় রিয়ালকে আরও বিপাকে ফেলে। ওই হারের পরই ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস বোর্ড সদস্যদের নিয়ে আলোন্সোর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেছেন— এমন খবর ছড়িয়ে পড়ে। তবে এগুলোকে ‘উড়ো সংবাদ’ বলেই মনে করছেন আলোন্সো।

এমন চাপের মধ্যেই রিয়াল সামনে পাচ্ছে বড় চ্যালেঞ্জ। বুধবার (১০ ডিসেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা। ম্যাচের আগের দিন, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে আলোন্সোকে জিজ্ঞেস করা হয়— তার খেলোয়াড়রা এখনও তার ওপর আস্থা রাখে কি না। তিনি সংক্ষিপ্তভাবে জবাব দেন, ‘হ্যাঁ।’

তিনি আরও বলেন, ‘দল একসঙ্গে আছে। সবাই বিশ্বাস করে আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারব। আমাদের শুধু ছন্দ ফিরে পেতে হবে এবং লড়াই করার মানসিকতা দেখাতে হবে।’

ইএসপিএনের একটি প্রতিবেদনে দাবি করা হয়, ক্লাব নাকি কোচ পরিবর্তনের কথা ভাবছে। আলোন্সোর জায়গায় জিনেদিন জিদান বা রিজার্ভ টিমের কোচ আলভারো আরবেলোয়া— এই দুইজনের নামই সেখানে উঠে আসে।

গুঞ্জন নিয়ে প্রশ্নের উত্তরে আলোন্সো বলেন, ‘রিয়াল মাদ্রিদের কোচ হলে এমন পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। সামনে কঠিন চ্যালেঞ্জ আছে, আর আমি সেটি নিয়ে উদ্দীপ্ত। আগামীকাল থেকেই এর শুরু।’

চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য রিয়াল এখনো শক্ত অবস্থান ধরে রেখেছে। ৫ ম্যাচে ৪ জয় নিয়ে ১২ পয়েন্ট তাদের। ফলে তারা গ্রুপের পঞ্চম স্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
৩৯ বার পড়া হয়েছে

আলোন্সোকে ছাঁটাইয়ের গুঞ্জন— কীভাবে দেখছেন রিয়াল কোচ

আপডেট সময় ১১:২১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

কার্লো আনচেলত্তি দায়িত্ব ছাড়ার পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে আসেন শাবি আলোন্সো। শুরুর দিকে তার অধীনে দল বেশ সাফল্যের সাথেই এগোলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। ফলে দল ও ড্রেসিংরুমে নানান আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে, বিশেষ করে আলোন্সোর ভবিষ্যৎ নিয়ে। তবে এসব গুঞ্জনকে গুরুত্ব দিচ্ছেন না রিয়ালের এই স্প্যানিশ কোচ।

গত মাসের শুরুতে বার্সেলোনার তুলনায় পাঁচ পয়েন্ট এগিয়ে ছিল রিয়াল। কিন্তু পরবর্তী পাঁচ ম্যাচে মাত্র এক জয়, তিন ড্র এবং এক হার— এমন হতাশাজনক পারফরম্যান্সে পয়েন্ট তালিকায় নিচে নেমে দ্বিতীয় স্থানে অবস্থান করছে দলটি।

সবশেষ ম্যাচে গত রোববার (৭ ডিসেম্বর) সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে পরাজয় রিয়ালকে আরও বিপাকে ফেলে। ওই হারের পরই ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস বোর্ড সদস্যদের নিয়ে আলোন্সোর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেছেন— এমন খবর ছড়িয়ে পড়ে। তবে এগুলোকে ‘উড়ো সংবাদ’ বলেই মনে করছেন আলোন্সো।

এমন চাপের মধ্যেই রিয়াল সামনে পাচ্ছে বড় চ্যালেঞ্জ। বুধবার (১০ ডিসেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা। ম্যাচের আগের দিন, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে আলোন্সোকে জিজ্ঞেস করা হয়— তার খেলোয়াড়রা এখনও তার ওপর আস্থা রাখে কি না। তিনি সংক্ষিপ্তভাবে জবাব দেন, ‘হ্যাঁ।’

তিনি আরও বলেন, ‘দল একসঙ্গে আছে। সবাই বিশ্বাস করে আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারব। আমাদের শুধু ছন্দ ফিরে পেতে হবে এবং লড়াই করার মানসিকতা দেখাতে হবে।’

ইএসপিএনের একটি প্রতিবেদনে দাবি করা হয়, ক্লাব নাকি কোচ পরিবর্তনের কথা ভাবছে। আলোন্সোর জায়গায় জিনেদিন জিদান বা রিজার্ভ টিমের কোচ আলভারো আরবেলোয়া— এই দুইজনের নামই সেখানে উঠে আসে।

গুঞ্জন নিয়ে প্রশ্নের উত্তরে আলোন্সো বলেন, ‘রিয়াল মাদ্রিদের কোচ হলে এমন পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। সামনে কঠিন চ্যালেঞ্জ আছে, আর আমি সেটি নিয়ে উদ্দীপ্ত। আগামীকাল থেকেই এর শুরু।’

চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য রিয়াল এখনো শক্ত অবস্থান ধরে রেখেছে। ৫ ম্যাচে ৪ জয় নিয়ে ১২ পয়েন্ট তাদের। ফলে তারা গ্রুপের পঞ্চম স্থানে রয়েছে।