ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা ও আহত করার বিষয়টির নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করার দায়িত্ব সরকারেরই। তিনি বলেন, সরকার চাইলে খুব অল্প সময়ের মধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা সম্ভব।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং শরীফপুর আইডিয়াল হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ইতোমধ্যে গুলি চালানোর সঙ্গে জড়িত ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়, সরকার আন্তরিক হলে নৃশংস এই অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যেই আটক করা সম্ভব। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে একটি মহল অস্থিতিশীলতা সৃষ্টি করে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাইছে। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টার দাঁতভাঙা জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনী সক্রিয় রয়েছে। তাই দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অন্যথায় আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে তিনি সতর্ক করেন।

বিএনপির এই নেত্রী সরকারকে উদ্দেশ করে বলেন, যদি সরকারের ভেতরেই কেউ নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রে যুক্ত থাকে, তবে তাদের চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, দেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার চায়। মানুষকে উসকে দেওয়া হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে—এটা অতীত অভিজ্ঞতা থেকেই স্পষ্ট।

নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, সমান সুযোগের ভিত্তিতে সব রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে নির্বাচনে অংশ নিতে পারে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে ভবিষ্যতে যেন আর কোনো সহিংস ঘটনা না ঘটে, সেটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিশ্চিত করার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীফপুর হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. তৌফিকুল ইসলাম মাস্টার। এ সময় আরও বক্তব্য দেন স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম এবং প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
২০ বার পড়া হয়েছে

সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা

আপডেট সময় ১০:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা ও আহত করার বিষয়টির নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করার দায়িত্ব সরকারেরই। তিনি বলেন, সরকার চাইলে খুব অল্প সময়ের মধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা সম্ভব।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং শরীফপুর আইডিয়াল হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ইতোমধ্যে গুলি চালানোর সঙ্গে জড়িত ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়, সরকার আন্তরিক হলে নৃশংস এই অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যেই আটক করা সম্ভব। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে একটি মহল অস্থিতিশীলতা সৃষ্টি করে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাইছে। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টার দাঁতভাঙা জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনী সক্রিয় রয়েছে। তাই দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অন্যথায় আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে তিনি সতর্ক করেন।

বিএনপির এই নেত্রী সরকারকে উদ্দেশ করে বলেন, যদি সরকারের ভেতরেই কেউ নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রে যুক্ত থাকে, তবে তাদের চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, দেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার চায়। মানুষকে উসকে দেওয়া হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে—এটা অতীত অভিজ্ঞতা থেকেই স্পষ্ট।

নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, সমান সুযোগের ভিত্তিতে সব রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে নির্বাচনে অংশ নিতে পারে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে ভবিষ্যতে যেন আর কোনো সহিংস ঘটনা না ঘটে, সেটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিশ্চিত করার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীফপুর হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. তৌফিকুল ইসলাম মাস্টার। এ সময় আরও বক্তব্য দেন স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম এবং প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।