ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার মালিকানাধীন আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এ সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) এনবিআর সংশ্লিষ্ট সূত্র জানায়, ফয়সাল করিমের ব্যক্তিগত হিসাবের পাশাপাশি তার প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড এবং পরিবারের সদস্যদের নামে থাকা সব ব্যাংক হিসাব সাময়িকভাবে জব্দ করা হয়েছে। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর একজন সদস্য হিসেবেও পরিচিত।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়েছে। গুলি করার সময়ের সিসিটিভি ফুটেজ এবং হাদির নির্বাচনী প্রচারণায় ছদ্মবেশে অংশ নেওয়ার বিভিন্ন ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অনুসন্ধানে উঠে এসেছে, ফয়সাল করিম পূর্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য ছিলেন। এছাড়া লিংকডইনে তার নামে থাকা একটি প্রোফাইলের সত্যতা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক এক নেতা নিশ্চিত করেছেন। ওই প্রোফাইলে তিনি অ্যাপল সফট আইটি, ওয়াইসিইউ টেকনোলজি ও এনলিস্ট ওয়ার্ক—এই তিনটি প্রতিষ্ঠানের মালিক বলে উল্লেখ করেছেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কেন্দ্রীয় ছাত্রলীগ গঠিত ‘আসনভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটি’-তে ফয়সাল করিম সদস্য ছিলেন। সে সময় ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এছাড়া, জুলাই গণ–অভ্যুত্থানের পর গত বছরের ২৮ অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটিতে ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের চতুর্থ তলার একটি অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম। ওই মামলায় র্যাব তাকে গ্রেপ্তার করে এবং চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি তিনি হাইকোর্ট থেকে জামিন পান। জামিনে থাকার মধ্যেই এবার তার বিরুদ্ধে ওসমান হাদিকে গুলি করার অভিযোগ ওঠায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
এদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সন্দেহভাজন সম্পর্কে তথ্য দিতে সাধারণ জনগণের সহযোগিতা চেয়েছে। পাশাপাশি, হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
অন্যদিকে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। র্যাব রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে পরে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। র্যাব জানায়, মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গ্রেপ্তার হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম এবং তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
র্যাব আরও জানায়, হত্যাচেষ্টার ঘটনায় আব্দুল হান্নানের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।




















