ভোলায় বিজয় র্যালিকে ঘিরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৫
ভোলার সদর উপজেলায় বিজয় র্যালিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতের দিকে সদর উপজেলার ভেলুমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের বিষয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
ভেলুমিয়া বাজার শাখা জামায়াতের আমীর মোহাম্মদ মমিন জানান, মঙ্গলবার সকালে বিজয় র্যালিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় আবারও দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার দাবি, এ সময় বিএনপির সমর্থকরা জামায়াতের কয়েকটি দোকানে হামলা চালায়।
অন্যদিকে ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস কমান্ডার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তারা বিজয় মিছিল করছিলেন। তখন জামায়াত সমর্থকরা তাদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং বিএনপির তিনজন কর্মী আহত হন। তবে কোনো দোকান ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
























