হাইডেনহামকে উড়িয়ে দিয়ে বুন্দেসলিগার শীর্ষে আরও শক্ত অবস্থান বায়ার্নের
বুন্দেসলিগায় দাপুটে জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। রোববার হাইডেনহামের মাঠ ভয়েথ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ৪-০ গোলে পরাজিত করে শীর্ষস্থান আরও সংহত করেছে বাভারিয়ানরা।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। ১৫ মিনিটে জসিপ স্টানিসিকের গোলেই এগিয়ে যায় অতিথিরা। এরপর ৩২ মিনিটে ব্যবধান বাড়ান মাইকেল ওলিসে। দুই গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে থমাস টুখেলের দল।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে হাইডেনহাম। একাধিক আক্রমণ করলেও বায়ার্নের শক্ত রক্ষণভাগ ভেদ করতে পারেননি স্বাগতিক ফরোয়ার্ডরা। বরং ম্যাচের শেষ ভাগে ব্যবধান আরও বাড়ায় বুন্দেসলিগার শীর্ষ দলটি। ৮৬ মিনিটে লুইস ডিয়াজ গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। এরপর যোগ করা সময়ে হ্যারি কেইনের গোল নিশ্চিত করে বায়ার্নের বড় জয়।
এই জয়ের ফলে ১৫ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। একই সংখ্যক ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বরুশিয়া ডর্টমুন্ড।

























