ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সশস্ত্র অপহরণ: সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ভয়ংকর দৃশ্য Logo ৩ জানুয়ারি রাজধানীতে জামায়াতে ইসলামীর গণসমাবেশ Logo নির্বাচন বিষয়ে মার্কিন বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ Logo ক্লাব মালিকানা নিয়ে মাঠে ফেরার পরিকল্পনায় দানি আলভেস Logo নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে বাংলাদেশের দুই মিশনের কনসুলার ও ভিসা সেবা বন্ধ Logo সিলেটে পুলিশ সদস্যের কলেজপড়ুয়া মেয়ের অকাল মৃত্যু, তদন্তে পুলিশ Logo ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বাকি অর্থ জমার তাগিদ ধর্ম মন্ত্রণালয়ের Logo মস্কোয় গাড়িতে বিস্ফোরণ, রুশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত Logo হাইডেনহামকে উড়িয়ে দিয়ে বুন্দেসলিগার শীর্ষে আরও শক্ত অবস্থান বায়ার্নের Logo স্বর্ণের বাজারে নতুন রেকর্ড, ভরিতে আরও ১ হাজার ৫০ টাকা বাড়ল দাম

৩ জানুয়ারি রাজধানীতে জামায়াতে ইসলামীর গণসমাবেশ

নিজস্ব সংবাদ :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে ঢাকায় বৃহৎ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সমাবেশকে সফল করতে সোমবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

দলীয় সূত্র জানায়, এই কর্মসূচিতে সারা দেশ থেকে প্রায় ১০ লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে সমাবেশের প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।

মহাসমাবেশের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, শহীদ ওসমান হাদির হত্যার দায়ীদের অবিলম্বে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সারাদেশে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার জরুরি। এসব দাবি বাস্তবায়ন না হলে সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। এই অবস্থায় একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকারের কাছে জনগণের দাবি তুলে ধরতেই জামায়াতে ইসলামী এই মহাসমাবেশের আয়োজন করছে। তিনি জানান, সমাবেশ থেকে দেশ ও জনগণের স্বার্থে জোরালো কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
৮ বার পড়া হয়েছে

৩ জানুয়ারি রাজধানীতে জামায়াতে ইসলামীর গণসমাবেশ

আপডেট সময় ১২:৪৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে ঢাকায় বৃহৎ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সমাবেশকে সফল করতে সোমবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

দলীয় সূত্র জানায়, এই কর্মসূচিতে সারা দেশ থেকে প্রায় ১০ লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে সমাবেশের প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।

মহাসমাবেশের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, শহীদ ওসমান হাদির হত্যার দায়ীদের অবিলম্বে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সারাদেশে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার জরুরি। এসব দাবি বাস্তবায়ন না হলে সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। এই অবস্থায় একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকারের কাছে জনগণের দাবি তুলে ধরতেই জামায়াতে ইসলামী এই মহাসমাবেশের আয়োজন করছে। তিনি জানান, সমাবেশ থেকে দেশ ও জনগণের স্বার্থে জোরালো কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।