রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা
রাজধানীর বনশ্রী এলাকায় এক স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় খিলগাঁও থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার।
শনিবার (১০ জানুয়ারি) রাতে বনশ্রী এলাকার একটি বাসা থেকে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিহতের পরিবারের সন্দেহ, ফাতেমার বাবার মালিকানাধীন একটি রেস্তোরাঁর কর্মচারী মিলন এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।
পরিবারের দাবি, মিলন প্রায়ই মালিকের বাসায় খাবার খেতেন এবং তিনি নেশাগ্রস্ত ছিলেন। গভীর রাতে বাসায় প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে ফাতেমার সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এ থেকেই ক্ষোভের বশে মিলন ফাতেমাকে হত্যা করতে পারে বলে পরিবারের ধারণা।
হত্যার পর বাসা থেকে নগদ পাঁচ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে জানায় পরিবার। ঘটনার পর থেকেই সন্দেহভাজন মিলন পলাতক রয়েছে এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের স্বজনরা।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, পরিবারের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে এবং পলাতক মিলনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




















