ব্রেকিং নিউজ :
নির্বাচন শান্তিপূর্ণ রাখতে প্রস্তুত বিজিবি, ভোটে বাধা বরদাশত নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশের ৬১টি জেলায় বিজিবির প্রায় ৩৭ হাজার সদস্য মোতায়েন থাকবে, যাতে কেউ ভোটগ্রহণ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে না পারে।
নির্বাচনী কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
অনুষ্ঠানে জানানো হয়, বিজিবির ইতিহাসে এবারই এক ব্যাচে সর্বোচ্চ সংখ্যক নবীন সৈনিক যুক্ত হয়েছেন। এই ব্যাচে মোট ৩ হাজার ২৩ জন সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যার মধ্যে ২ হাজার ৯৫০ জন পুরুষ এবং ৭৩ জন নারী।
এর আগে সমাপনী কুচকাওয়াজের প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বিজিবি মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live জাতীয় নির্বাচন নির্বাচন বিজিবি ভোট নিরাপত্তা শান্তিপূর্ণ ভোট স্বরাষ্ট্র উপদেষ্টা



















