হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ও গিয়াস উদ্দিন তাহেরিকে শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন ও বিএনপির প্রার্থী এস এম ফয়সলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদেরকে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান ও সিলেট সিভিল জজ আদালতের বিচারক মো. রবিউল হাসান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই নোটিশ দেন। গিয়াস উদ্দিন তাহেরির বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে মোমবাতি প্রতীকের প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছেন। সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা, ২০২৫ অনুসারে, ভোটগ্রহণের দিন থেকে তিন সপ্তাহ আগে কোনো প্রকার প্রচারণা চালানোর অনুমতি নেই, তাই তার বিরুদ্ধে নোটিশ প্রদান করা হয়েছে।
এছাড়া, বিএনপির প্রার্থী এস এম ফয়সল এবং তার ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদকেও শোকজ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, তারা গত ৬ জানুয়ারি মাধবপুর উপজেলার ইটাখোলা সাহেব বাড়িতে কর্মী-সমর্থকদের নিয়ে জনসভা করেছিলেন। এই সভার একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে প্রার্থী এস এম ফয়সলের উপস্থিতিতে তার ছেলে সৈয়দ ইশতিয়াক ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জয়যুক্ত করার আবেদন করেছিলেন। আচরণবিধি অনুসারে, নির্বাচনের তিন সপ্তাহ আগে কোনো প্রকার প্রচারণার সুযোগ নেই, তাই তাদেরও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


























