ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার প্লট বাতিলের দাবিতে রাজউক ঘেরাও!
শেখ হাসিনার প্লট বাতিলের দাবিতে রাজউক ঘেরাও!
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনের নামে নেয়া অবৈধ প্লট বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজউকের পূর্বাচল শাখা কার্যালয় ঘেরাও করেছেন পূর্বাচলের ক্ষতিগ্রস্ত আদিবাসী বাসিন্দারা।
শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টর এলাকার শাখা কার্যালয়ে এই কর্মসূচি পালন করেন তারা।
এ সময় ক্ষতিগ্রস্ত আদিবাসী নেতারা বলেন, পূর্বাচলের প্রকৃত জমির মালিক আদিবাসীদের বঞ্চিত করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার পরিবারসহ পাঁচ হাজার নেতা-কর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে প্লট লুটপাট করেছে। নানা অনিয়মের মাধ্যমে বরাদ্দ নেয়া বিগত সরকারের দোসরদের সব প্লট বরাদ্দ বাতিল চাই। আমাদের দাবি আদায় না হলে আমাদের বাপ-দাদার ভিটেমাটির ওপর দিয়ে যাওয়া ৩০০ ফিট সড়ক বন্ধ করে কঠোর অবরোধ কর্মসূচি দেয়া হবে।
পরে রাজউকের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তারেক ক্ষতিগ্রস্ত আদিবাসীদের মোবাইল ফোনে আওয়ামী লীগ দোসরদের নামে অবৈধভাবে বরাদ করা প্লট বাতিলের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করার আশ্বাস দিলে পূর্বাচলের বিক্ষুব্ধ আদিবাসীরা ঘেরাও কর্মসূচি স্থগিত করেন।
পূর্বাচল আদিবাসী অধিকার আদায় আন্দোলনের প্রধান সমন্বয়ক দুলাল হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ আলম অভি, আনোয়ার, সাহেদ প্রধান, মুন্না, শিক্ষিকা সানজিদা আক্তার ও আমেনা বেগম প্রমুখ।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live পূর্বাচল প্লট বরাদ্দ রাজউক শেখ হাসিনা