চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধে কপাল খুলবে বাংলাদেশি ব্যবসায়ীদের?
চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধে কপাল খুলবে বাংলাদেশি ব্যবসায়ীদের?
ব্যক্তি বা দল কেন্দ্রিক নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশভিত্তিক অর্থনৈতিক সুসম্পর্ক চান ব্যবসায়ীরা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর আগে এই প্রত্যাশার কথা জানিয়েছে অ্যামেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এদিকে ট্রাম্প আমলে চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ আরও কঠোর হলে বাংলাদেশি পোশাক শিল্প মালিকদের কপাল খুলতে পারে বলে মনে করছে নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ)।
‘আমার দৃষ্টিতে, অভিধানে সবচেয়ে সুন্দর শব্দ হচ্ছে ট্যারিফ’ দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে আসতে যাওয়া রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প গত মাসে নির্বাচনী প্রচারণায় ট্যারিফ নিয়ে এ কথা বলেছিলেন। অবশ্য তার প্রথম মেয়াদেই শুরু করেছিলেন বাণিজ্যযুদ্ধ। সেই সময়ে তার মূল লক্ষ্য ছিল চীন। এবার সেই লড়াইয়ের ময়দান পরিসর যে আরও বিস্তৃত করবেন, সেই বিষয়টিও এরই মধ্যে পরিষ্কার করেছেন তিনি।