ব্রেকিং নিউজ :
ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৫ প্রাণ
ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৫ প্রাণ।
দেশে ডেঙ্গু আক্রান্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে চলতি মাসের প্রথম ১৩ দিনেই ডেঙ্গুতে ৭৫ জনের মৃত্যু হলো। আর চলতি বছরে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭২ জনে।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩৮৪ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৩১২ জন, খুলনা বিভাগে ১৬০ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ২৮ জন ও সিলেট বিভাগে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার সকাল পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে চার হাজার ৯৫ জন চিকিৎসা নিচ্ছিলেন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মারা যান। আর ডেঙ্গু আক্রান্ত হয় তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ডেঙ্গু ডেঙ্গু জ্বর ডেঙ্গুতে মৃত্যু