ব্রেকিং নিউজ :
ফারুকীকে পদত্যাগে বাধ্য করা না হলে কর্মসূচি দেয়া হবে: ফয়জুল করীম
ফারুকীকে পদত্যাগে বাধ্য করা না হলে কর্মসূচি দেয়া হবে: ফয়জুল করীম।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে পদত্যাগ করতে বাধ্য করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোতোয়ালি থানা শাখার আয়োজনে গণসমাবেশে এ কথা জানান তিনি।
ক্ষমতার মসনদে বসে ফারুকীসহ বিতর্কিতদের উপদেষ্টা বানানো হচ্ছে অভিযোগ করে ফয়জুল করীম বলেন, ‘ফারুকীকে কোন যোগ্যতা ও কোন গুণে উপদেষ্টা করা হলো তা আমার প্রশ্ন। যদি ফারুকীকে পদত্যাগ করতে বাধ্য না করা হয় তাহলে কর্মসূচি দেয়া হবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ আগস্টের গণবিপ্লবের অংশীদার দাবি করে তিনি বলেন, ‘বৈষম্য দূর করার জন্যই আন্দোলন করেছিলাম। ’৭১ থেকে ২০২৪ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা কেউ বৈষম্য দূর করতে পারেনি। তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে; গুম, খুন, লুট করেছে। কিন্তু আজও সবাই বৈষম্যের শিকার। শ্রমিকরা অধিকার আদায়ের আন্দোলন করছে, শিক্ষকরা রাস্তায় নেমেছেন।’
তিনি বলেন, ‘৫ আগস্টের পর ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু ৫ আগস্টের পর দেখি বিচার বহির্ভূত হত্যা, চাঁদাবাজি, গুন্ডামি। তার মানে আন্দোলন এখনো শেষ হয়নি।’
বিএনপির রাজনীতি নিয়ে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য ইউটার্ন মেরেছে। আওয়ামী লীগের অত্যাচারে কথা ভুলে তারা এখন আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনার চেষ্টায় করছে। “চোরে চোরে হালি এক চোরে বিয়ে করে আরেক চোরের শালি”। বিএনপির অবস্থাও তাই।’
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈয়দ ফয়জুল করীম