ব্রেকিং নিউজ :
হাজারের বেশি শনাক্তের দিনে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
হাজারের বেশি শনাক্তের দিনে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন প্রাণ হারিয়েছেন। আর একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৮৩ রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৪২১ জনের মৃত্যু হলো।
সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে গত একদিনে সারা দেশে ১১০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ জন।
অধিদফতরের তথ্যমতে চলতি বছরে মোট ৮১ হাজার ৬৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২১ জনের।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ডেঙ্গু জ্বর ডেঙ্গু রোগী ডেঙ্গুতে মৃত্যু