ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টেস্টে ৮ বিষয়ে ফেল, এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

টেস্টে ৮ বিষয়ে ফেল, এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বরগুনায় কুলসুম আক্তার মিতু (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের হাতেমপুর এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজন ও স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মিতু হাতেমপুর এলাকার নজরুল ইসলাম ও মরিয়ম দম্পতির মেয়ে। পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীয় অংশগ্রহণ করার কথা ছিল মিতুর। দশম শ্রেণীতে মিতুর রোল নম্বর ছিল ৬০।


স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে এক সঙ্গে সকালের নাস্তা করে মিতু। এরপর সে ঘরেই ছিল।‌ পরে সকাল দশটার দিকে মিতুকে ঘরের দোতলায় ঝুলন্ত অবস্থায় দেখেন মিতুর মা মরিয়ম। পরে তিনি ডাক চিৎকার দিলে প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে এসে মিতুর ঝুলন্ত মরদেহ নিচে নামান। পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রেজা বলেন, ‘মিতুর সঙ্গে ঠিক কী ঘটেছে তা আমাদের জানা নেই। তবে গতকাল বুধবার (২৭ নভেম্বর) আমাদের স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়। মোট ৭৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এতে উত্তীর্ণ হয় ৬১। যে ১৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি, মিতু তাদের একজন। মোট ১০টি পরীক্ষার মধ্যে মিতু ৮ বিষয়ে অকৃতকার্য হয়েছে।


তিনি আরও বলেন, ‘পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছেন, তাদের অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছি। আগামী রোববার তাদের স্কুলে আসার কথা ছিল এবং যারা অকৃতকার্য হয়েছেন তাদের বিষয়ে পরবর্তীতে কী করণীয় আছে, অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সেসব বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এরই মধ্যে মিতুর মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে।’

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সুরতহাল প্রতিবেদনে মিতুর গলায় দাগ ছাড়া শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই তার মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
১৪ বার পড়া হয়েছে

টেস্টে ৮ বিষয়ে ফেল, এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

টেস্টে ৮ বিষয়ে ফেল, এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বরগুনায় কুলসুম আক্তার মিতু (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের হাতেমপুর এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজন ও স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মিতু হাতেমপুর এলাকার নজরুল ইসলাম ও মরিয়ম দম্পতির মেয়ে। পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীয় অংশগ্রহণ করার কথা ছিল মিতুর। দশম শ্রেণীতে মিতুর রোল নম্বর ছিল ৬০।


স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে এক সঙ্গে সকালের নাস্তা করে মিতু। এরপর সে ঘরেই ছিল।‌ পরে সকাল দশটার দিকে মিতুকে ঘরের দোতলায় ঝুলন্ত অবস্থায় দেখেন মিতুর মা মরিয়ম। পরে তিনি ডাক চিৎকার দিলে প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে এসে মিতুর ঝুলন্ত মরদেহ নিচে নামান। পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রেজা বলেন, ‘মিতুর সঙ্গে ঠিক কী ঘটেছে তা আমাদের জানা নেই। তবে গতকাল বুধবার (২৭ নভেম্বর) আমাদের স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়। মোট ৭৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এতে উত্তীর্ণ হয় ৬১। যে ১৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি, মিতু তাদের একজন। মোট ১০টি পরীক্ষার মধ্যে মিতু ৮ বিষয়ে অকৃতকার্য হয়েছে।


তিনি আরও বলেন, ‘পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছেন, তাদের অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছি। আগামী রোববার তাদের স্কুলে আসার কথা ছিল এবং যারা অকৃতকার্য হয়েছেন তাদের বিষয়ে পরবর্তীতে কী করণীয় আছে, অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সেসব বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এরই মধ্যে মিতুর মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে।’

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সুরতহাল প্রতিবেদনে মিতুর গলায় দাগ ছাড়া শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই তার মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।