ব্রেকিং নিউজ :
পেঁয়াজের দামের প্রভাব বীজেও, বিপাকে কৃষক
পেঁয়াজের দামের প্রভাব বীজেও, বিপাকে কৃষক।
পেঁয়াজের বীজ উৎপাদনে ব্যস্ত ফরিদপুরের কৃষকরা। এখন চলছে ক্ষেত থেকে বীজ তুলে তা প্রক্রিয়াজাতকরণের কাজ। তবে চলতি মৌসুমে পেঁয়াজের দাম বেশি হওয়ায় প্রভাব পড়ছে বীজেও। এতে উৎপাদন খরচ বেশি হওয়ায় বিপাকে কৃষকরা।
জেলাব্যাপী চলছে পেঁয়াজবীজ উৎপাদনের নানা কর্মযজ্ঞ। কেউ লাঙল দিয়ে আড়াআড়ি লাইন কাটছেন ক্ষেতে; কেউবা তৈরি করছেন জমি। এরপর সেখানে পেঁয়াজ দিয়ে মাটি দিয়ে ঢেকে দেয়া হচ্ছে।
ক্ষেতে কাজ করার জন্য শ্রমিক এসেছে অন্য জেলা থেকেও। তবে কৃষকদের দাবি, এ বছর পেঁয়াজবীজের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেশি পড়ছে।
কৃষি বিভাগ বলছে, উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সাহায্য করা হচ্ছে। ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ বিন ইয়ামিন বলেন, পেঁয়াজবীজ উৎপাদনে রোগ বা ছত্রাকের হাত থেকে রক্ষা পেতে সবরকম পরামর্শ দেয়া হচ্ছে।
এ বিভাগের তথ্যমতে, এ বছর ১৮২০ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৪৬ মেট্রিক টন। এর বাজার মূল্য ৫শ কোটি টাকার মতো।