ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে ধানক্ষেতে মিলল মানুষের কঙ্কাল

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ময়মনসিংহে ধানক্ষেতে মিলল মানুষের কঙ্কাল।

ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ধানক্ষেতে কঙ্কাল পাওয়ার খবরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর গ্রামে নাহিদ ব্রিকস ফিল্ডের পাশে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তির ধানক্ষেতে পাওয়া যায় কঙ্কালটি। কঙ্কালটি দেখে প্রাপ্ত বয়স্ক মানুষের মনে হয়েছে। মরদেহটি পচে কঙ্কাল বেরিয়ে এসেছে। আশপাশের জমিতে পাকা ধান কাটতে গিয়ে মানুষ তীব্র গন্ধ পান। সেই গন্ধের খোঁজ করতে গিয়ে কঙ্কাল দেখতে পায় বাসিন্দারা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।

দুপুর ১ টার দিকে খবর পেয়ে থানা পুলিশ, সিআইডি, পুলিশ পিবিআই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আশপাশে হত্যার আলামত খোঁজেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাদি বলেন, ‘কঙ্কালটি দেখে মনে হয়েছে মাসখানেকের বেশি সময় ধরে এটি এখানে। এটি হত্যা ভেবেই আমরা নিয়মিত মামলার প্রস্তুতি নিয়েছি। কঙ্কালটি উদ্ধার করে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।’ 

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে ধানক্ষেতে মিলল মানুষের কঙ্কাল

আপডেট সময় ০৯:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

ময়মনসিংহে ধানক্ষেতে মিলল মানুষের কঙ্কাল।

ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ধানক্ষেতে কঙ্কাল পাওয়ার খবরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর গ্রামে নাহিদ ব্রিকস ফিল্ডের পাশে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তির ধানক্ষেতে পাওয়া যায় কঙ্কালটি। কঙ্কালটি দেখে প্রাপ্ত বয়স্ক মানুষের মনে হয়েছে। মরদেহটি পচে কঙ্কাল বেরিয়ে এসেছে। আশপাশের জমিতে পাকা ধান কাটতে গিয়ে মানুষ তীব্র গন্ধ পান। সেই গন্ধের খোঁজ করতে গিয়ে কঙ্কাল দেখতে পায় বাসিন্দারা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।

দুপুর ১ টার দিকে খবর পেয়ে থানা পুলিশ, সিআইডি, পুলিশ পিবিআই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আশপাশে হত্যার আলামত খোঁজেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাদি বলেন, ‘কঙ্কালটি দেখে মনে হয়েছে মাসখানেকের বেশি সময় ধরে এটি এখানে। এটি হত্যা ভেবেই আমরা নিয়মিত মামলার প্রস্তুতি নিয়েছি। কঙ্কালটি উদ্ধার করে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।’