ব্রেকিং নিউজ :
এনআইডি নিবন্ধন অনুবিভাগের নতুন ডিজি হুমায়ুন কবীর
এনআইডি নিবন্ধন অনুবিভাগের নতুন ডিজি হুমায়ুন কবীর।
নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) তাকে নিয়োগের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ‘জনস্বার্থে’ জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
হুমায়ুন কবীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন ছিলেন। এখন সেই আদেশটি বাতিল করা হয়েছে।
গত ৬ নভেম্বর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে বিশেষ ভারপ্রাপ্ত করে জন প্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত করেছে সরকার। তখন থেকে পদটি ফাঁকা ছিল।
এ দিকে গত ২১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমকে ইসি সচিব করা হয়। তিনি ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live এনআইডি জাতীয় পরিচয়পত্র ডিজি নির্বাচন কমিশন হুমায়ুন কবীর