ব্রেকিং নিউজ :
কবরস্থানে পাওয়া গেলো ২ বালতিতে ভর্তি হাতবোমা
কবরস্থানে পাওয়া গেলো ২ বালতিতে ভর্তি হাতবোমা।
মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি কবরস্থানে লুকিয়ে রাখা দুটি বালতিতে ভর্তি ২০টি হাতবোমা বা ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে এগুলো বালি ও পানির মিশ্রণে নিষ্ক্রিয় করা হয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের পাতাবালি এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবির জানান, পৌরসভার ২নং ওয়ার্ডের পাতাবালি এলাকায় একটি কবরস্থানের জঙ্গলের ভেতর ককটেল রেখেছে দুর্বৃত্তরা, এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। থানা পুলিশের একটি দল এ সময় দুটি বালতিতে ভর্তি ২০টি তাজা ককটেল উদ্ধার করে। পরে এগুলো পানি ও বালির মিশ্রণে নিষ্ক্রিয় করা হয়।
তবে কে বা কারা হাতবোমাগুলো কবরস্থানের ভেতর রেখেছে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি জানিয়ে ওসি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ককটেল কবরস্থান মাদারীপুর মাদারীপুর কবরস্থান হাতবোমা