টাঙ্গাইলে বিএনপির ৩১দফা রাষ্ট্র কাঠামো মেরামত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগির পাভেল।
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা সমন্বয়ক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাইদ সোহরাব, প্রশিক্ষণ কমিটির সদস্য রেহেনা আক্তার রানু, বিদিকা বিনতে হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
কর্মশালায় প্রধান বক্তা ডা. মওদুদ হোসেন আলমগির পাভেল নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সব নেতাকর্মীকে আগামী দিনে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।