ব্রেকিং নিউজ :
বৃষ্টিবলয় শীতল: যেসব অঞ্চলে বেশি বৃষ্টিপাতের আভাস
বৃষ্টিবলয় শীতল: যেসব অঞ্চলে বেশি বৃষ্টিপাতের আভাস।
বৃষ্টিবলয় শীতলের কারণে উপকূলীয় অঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান। এ ছাড়া উত্তরাঞ্চল বাদে দেশের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন আবদুর রহমান খান।
এ আবহাওয়াবিদ বলেন, বৃষ্টিবলয় শীতলের কারণে উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। আর উত্তরাঞ্চল বাদে দেশের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আবদুর রহমান খান জানান, বৃষ্টিবলয়ে সুস্পষ্ট লঘুচাপ রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো আশঙ্কা নেই।
তিনি আরও জানান, বৃষ্টি শেষ হওয়ার পরে আগামী বুধবারের (২৫ ডিসেম্বর) পর থেকে তাপমাত্রা কমতে থাকবে। কোথাও কোথাও কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আগামীকালের আবহাওয়া আবহাওয়া আবহাওয়া অফিস আবহাওয়ার পূর্বাভাস দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃষ্টির পূর্বাভাস