ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার Logo পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক Logo বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা Logo অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

এনআইডি সংশোধন : চার লাখ আবেদনের নিষ্পত্তি দ্রুতই, দুদক অভিযানে আটক ২

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

এনআইডি সংশোধন : চার লাখ আবেদনের নিষ্পত্তি দ্রুতই, দুদক অভিযানে আটক ২।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি) সংশোধনে প্রায় চার লাখ আবেদন আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে জানিয়েছেন সংশ্লিষ্ট অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। এদিকে নির্বাচন কমিশনে (ইসি) অভিযানে এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পায় দুদক। অভিযানে দুই দালালকে আটকও করে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান অনুবিভাগের মহাপরিচালক ও দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ।

 

এ সময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, সংশোধন যোগ্য লাখ লাখ এনআইডি পড়ে থাকায় এর সুযোগ নিয়েছেন দালাল থেকে শুরু করে ইসির কর্মকর্তা-কর্মচারীরা। আগামী তিন মাসের মধ্যে এসব সমাধানের আশ্বাস দেন।
 
এনআইডি মহাপরিচালক আরও বলেন, ঘুষ লেনদেনের ব্যাপারে কমিশনের কেউ জড়িত প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

 

এদিকে জাতীয় পরিচয়পত্র ছাড়াও (এনআইডি) বিভিন্ন সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
দুপুরে অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দুদকের একটি টিম অভিযানে যায়। সংস্থাটির সহকারী পরিচালক আসিফ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে কার্যালয়ে প্রবেশের আগে তারা রেকি করেন।  
 
দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালকের দফতরে অভিযানে নানা বিষয় তুলে ধরেন। এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পায় দুদক বলেও গণমাধ্যমকে জানানো হয়।
 
 
এর আগে তিনি সাংবাদিকদের আরও বলেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, এনআইডি সেবায় হয়রানি, দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হবে। এনআইডি সেবায় হয়রানি ও ঘুষ বাণিজ্যের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান করতে এসেছি।

 

এদিকে এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগসহ বিভিন্ন অনিয়মে ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন ও ভূমি অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
আজ নির্বাচন কমিশন কার্যালয়ে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, স্মার্ট এনআইডি কার্ড প্রিন্টসহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবার নামে কোটি কোটি টাকা ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর অভিযানে দুদক।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
৭২ বার পড়া হয়েছে

এনআইডি সংশোধন : চার লাখ আবেদনের নিষ্পত্তি দ্রুতই, দুদক অভিযানে আটক ২

আপডেট সময় ০৬:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

এনআইডি সংশোধন : চার লাখ আবেদনের নিষ্পত্তি দ্রুতই, দুদক অভিযানে আটক ২।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি) সংশোধনে প্রায় চার লাখ আবেদন আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে জানিয়েছেন সংশ্লিষ্ট অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। এদিকে নির্বাচন কমিশনে (ইসি) অভিযানে এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পায় দুদক। অভিযানে দুই দালালকে আটকও করে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান অনুবিভাগের মহাপরিচালক ও দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ।

 

এ সময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, সংশোধন যোগ্য লাখ লাখ এনআইডি পড়ে থাকায় এর সুযোগ নিয়েছেন দালাল থেকে শুরু করে ইসির কর্মকর্তা-কর্মচারীরা। আগামী তিন মাসের মধ্যে এসব সমাধানের আশ্বাস দেন।
 
এনআইডি মহাপরিচালক আরও বলেন, ঘুষ লেনদেনের ব্যাপারে কমিশনের কেউ জড়িত প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

 

এদিকে জাতীয় পরিচয়পত্র ছাড়াও (এনআইডি) বিভিন্ন সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
দুপুরে অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দুদকের একটি টিম অভিযানে যায়। সংস্থাটির সহকারী পরিচালক আসিফ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে কার্যালয়ে প্রবেশের আগে তারা রেকি করেন।  
 
দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালকের দফতরে অভিযানে নানা বিষয় তুলে ধরেন। এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পায় দুদক বলেও গণমাধ্যমকে জানানো হয়।
 
 
এর আগে তিনি সাংবাদিকদের আরও বলেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, এনআইডি সেবায় হয়রানি, দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হবে। এনআইডি সেবায় হয়রানি ও ঘুষ বাণিজ্যের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান করতে এসেছি।

 

এদিকে এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগসহ বিভিন্ন অনিয়মে ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন ও ভূমি অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
আজ নির্বাচন কমিশন কার্যালয়ে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, স্মার্ট এনআইডি কার্ড প্রিন্টসহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবার নামে কোটি কোটি টাকা ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর অভিযানে দুদক।