ব্রেকিং নিউজ :
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ওয়াসিমকে ফেরত দিলো বিএসএফ
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ওয়াসিমকে ফেরত দিলো বিএসএফ।
পঞ্চগড় থেকে আবু রায়হান ইসলাম ওয়াসিম (১৭) নামে এক কিশোরকে ধরে নিয়ে যাওয়ার একদিন পর তাকে ফেরতে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালের দিকে অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা দিয়ে তাকে ফেরত দেয়া হয়।
পরে বিজিবি ওয়াসিমকে টোকাপাড়া সীমান্ত ফাঁড়িতে নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এর আগে গত বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত এলাকা থেকে ওয়াসিমকে (১৭) ধরে নিয়ে যায় বিএসএফ।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় বাড়ি হওয়ায় এবং আবাদের জমি থাকায় অন্যদের মতো বুধবার বিকেলে জমিতে যায় ওয়াসিম। ভারত-বাংলাদেশ সীমান্তের ভারতীয় চা বাগানের গাছ কাটছিলেন ভারতীয়রা। ভারতীয়রা খড়ি হিসেবে নিতে বললে কাটা চা গাছ নিতে যায় তারা, এসময় বিএসএফ দেখতে পেয়ে স্থানীয়দের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও বিএসএফের হাতে আটক হয় ওয়াসিম।
ভারতে নিয়ে গিয়ে তাকে রাতভর নির্যাতন করা হয় বলেও অভিযোগ করে স্থানীয়রা।
গ্রামবাসী আবু নবী সময় সংবাদকে বলেন, সবাই বিকেলের দিকে সীমান্তের নিজ জমিতে নিজের মতো করে কাজ করছিল। পাশেই ভারতে সীমান্তের চা বাগানে চা গাছ কেটে ঝাড় পরিষ্কার করছিলেন ভারতীয়রা। একসময় কাটা গাছগুলোকে নিতে বললে সবাই মিলে গেলে বিএসএফ দেখতে পেয়ে ধাওয়া করে। এসময় ওই কিশোর আটক হয়।
আরেক গ্রামবাসী কিবরিয়া বলেন, সীমান্তে অন্য দেশে প্রবেশ করা আসলেই ভুল। তবে ওই কিশোর কোনো কিছু না বুঝে প্রবেশ করে। আর এরপরেই আটক হয় সে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আটকের সময় তাকে মারধর করা হয়েছে। একই সাথে সেখানেও রাতে রেখে মারধর করা হয়।
অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু সময় সংবাদকে বলেন, ‘সে ভুল করে অন্য দেশে প্রবেশ করেছে, তাকে ধরেও নিয়ে গেছে। কিন্তু মারধর করা ঠিক হয়নি। একই সাথে একটি বিষয় খেয়াল করেছি, এমন ঘটনায় অন্য সীমান্তে বাংলাদেশিদের গুলি ও নির্যাতন করে হত্যা করার ঘটনা ঘটে। কিন্তু এবার এখানে তা ঘটেনি। আমরা চাই কেউ ভুল করে বা ইচ্ছাকৃতভাবে অবৈধ প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুক।’
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, বিজিবি ওই কিশোরকে থানায় নিয়ে এসেছে। বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, কিশোর আবু রায়হান ইসলাম ওয়াসিম অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকার রেজাউল করীমের ছেলে। সে দিনাজপুরের একটি মাদ্রাসার ছাত্র।