ব্রেকিং নিউজ :
লোকসানের পর আবারও শুরু জয়পুরহাট সুগার মিলের উৎপাদন
লোকসানের পর আবারও শুরু জয়পুরহাট সুগার মিলের উৎপাদন।
গত মৌসুমের প্রায় ৫৪ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে জয়পুরহাট সুগার মিলসের চলতি মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে দোয়া-মাহফিলের পর আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই ও চিনি উৎপাদন উদ্বোধন করা হয়।
এসময় ক্যান ক্যারিয়ারে (আখের ডোংগায়) আখ নিক্ষেপের মাধ্যমে চলতি মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ খাদ্য ও শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সচিব আনোয়ার কবির ও প্রধান সিপিই গিয়াস উদ্দিন।
জয়পুরহাট সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ আখলাছুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান সাঈদ।
চলতি ২০২৪-২৫ মৌসুমে জয়পুরহাট সুগার মিলসে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার আখ থেকে চিনি আহরণের হার (রিকোভারি) ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।
প্রাথমিকভাবে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের জন্য মোট ৩৫ কর্মদিবস চিনিকলের ফ্যাক্টরি চালু রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আখ মাড়াই চিনিকল জয়পুরহাট লোকসান