ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ‘রাজনীতিবিদদের অবদানকে অস্বীকার করার অর্থ দেশের সংস্কারকে অস্বীকার করা’ Logo দিল্লিতে সংসদ ভবনের বাইরে গায়ে আগুন দিলো যুবক Logo বুয়েট শিক্ষার্থী নিহত: তিন আসামি রিমান্ড শেষে কারাগারে Logo সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ Logo দুর্গমপাহাড়ে খ্রিস্টান ধর্মালম্বীদের সঙ্গে সেনাবাহিনীর বড়দিন উদযাপন Logo টিনের কৌটা ভেবে পড়ে থাকা বোমায় লাথি, বিস্ফোরণে এলাকায় আতঙ্ক Logo চীনকে ঠেকাতেই কি পানামা খাল দখলে নিতে চান ডোনাল্ড ট্রাম্প? Logo জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন সাব্বির রহমান Logo খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন কবে, জানালেন চিকিৎসক Logo বাগেরহাটে স্বেচ্ছায় ২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করে দিলো জামায়াত

ক্যাম্পে অগ্নিকাণ্ড: মানবেতর দিন কাটছে ৩ হাজার রোহিঙ্গার

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ক্যাম্পে অগ্নিকাণ্ড: মানবেতর দিন কাটছে ৩ হাজার রোহিঙ্গার।

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে রোহিঙ্গাদের ছয় শতাধিক বসতি, মারা যায় শিশুসহ দুজন। এখন সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে ৩ হাজার রোহিঙ্গার। একে তো শীত তার ওপর বসতি হারিয়ে চরম কষ্টে পড়েছে এসব রোহিঙ্গা। তবে দ্রুত রোহিঙ্গাদের শেড নির্মাণ করে দেওয়াসহ সমস্যা লাঘবে কাজ করছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন।

 

সরেজমিন দেখা যায়, পাহাড়ের ঢালুতে খোলা মাঠ। আশপাশে কিছু পুড়ে যাওয়া গাছপালা। ক্ষতিগ্রস্ত অনেক রোহিঙ্গা ক্যাম্পে থাকা আত্মীয়স্বজনের বসতিতে অবস্থান করছেন। আবার অনেকেই ধ্বংসস্তূপের ওপর ত্রিপল বা বাঁশ দিয়ে কোনোমতে মাথা গোঁজার ঠাঁই তৈরি করছেন। তবে অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে যাওয়ায় অনেক পরিবারে হয়নি রান্না। দোকান থেকে শুকনা খাবার কিনে খাওয়ার সামর্থ্যও নেই অনেকের।


আগুনে রোহিঙ্গা নারী দিলুয়ারার ঘর পুড়ে গেছে। তিনি ৬ সন্তান নিয়ে আশ্রয় নেন পাশের খোলা মাঠে। অন্যের কাছ থেকে চেয়ে আনা পুরোনো কাপড়ে শিশুদের শরীর ঢেকে শীতের একটি রাত পার করেন। এখন মাথা গোঁজার স্থায়ী ঠিকানা নিয়ে চিন্তিত। দিলুয়ারা বলেন, এখন গোসল, টয়লেট নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। আগুনে সবকটি গোসলখানা, ল্যাট্রিন পুড়ে গেছে।


আরেক রোহিঙ্গা ফিরোজ বলেন, মঙ্গলবার দুপুরে হঠাৎ ক্যাম্পে আগুন লাগে। চিৎকার শুনে লোকজন এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে। বাঁচতে কোনোমতে ঘর থেকে বেরিয়ে পড়ি। আমাদের ঘরের সব কিছু আগুনে পুড়েছে।

ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা নারী কুলছুমা বলেন, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। আমার চোখের সামনে সব কিছু পুড়ে যাচ্ছিল। কিন্তু করার কিছু ছিল না। আমরা সকাল থেকে কিছু খাইনি।

গৃহহীন আরেক রোহিঙ্গা ছৈয়দ আহমদ বলেন, প্রতিবছর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। অধিকাংশ অগ্নিকাণ্ড রাতে ঘটলেও এবার দিনদুপুরে ঘটনা ঘটেছে। এখন ক্ষতিগ্রস্ত সবার খুবই কষ্টে দিন কাটছে।
 

তবে এই অগ্নিকাণ্ডকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছেন রোহিঙ্গা কমিউনিটির নেতারা। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটনের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের বলেন, নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। শুধুমাত্র রোহিঙ্গাদের প্রত্যাবাসন না করার জন্য। এই অগ্নিকাণ্ডও তার একটি অংশ।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার সামছু-দ্দৌজা নয়ন বলেন, মঙ্গলবার দুই ঘণ্টার অগ্নিকাণ্ডে আশ্রয়শিবিরে ডি ও সি ব্লকের ৬১৯টি রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। তাতে ৩ হাজার ২০০ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুনে পুড়ে মারা গেছেন দুজন। গৃহহীনদের জন্য দুপুর ও রাতে রান্না করা খাবার সরবরাহ করা হবে। অধিকাংশ রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকা আত্মীয়স্বজনের ঘরে অবস্থান করছেন। ধ্বংসস্তূপের ওপর স্থায়ী ঘর নির্মাণের প্রস্তুতি চলছে। নকশার কাজ শেষ হলে ঘর নির্মাণের কাজ শুরু করা হবে। তত দিন ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের খাবার সরবরাহসহ মানবিক সেবা দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর)  দুপুর সাড়ে ১২টার দিকে আশ্রয়শিবিরের ডি ব্লকের একজন রোহিঙ্গার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশ্রয়শিবিরের অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ৬১৯ ঘর পুড়ে ছাই হয়ে যায়।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
৪ বার পড়া হয়েছে

ক্যাম্পে অগ্নিকাণ্ড: মানবেতর দিন কাটছে ৩ হাজার রোহিঙ্গার

আপডেট সময় ০৯:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

ক্যাম্পে অগ্নিকাণ্ড: মানবেতর দিন কাটছে ৩ হাজার রোহিঙ্গার।

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে রোহিঙ্গাদের ছয় শতাধিক বসতি, মারা যায় শিশুসহ দুজন। এখন সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে ৩ হাজার রোহিঙ্গার। একে তো শীত তার ওপর বসতি হারিয়ে চরম কষ্টে পড়েছে এসব রোহিঙ্গা। তবে দ্রুত রোহিঙ্গাদের শেড নির্মাণ করে দেওয়াসহ সমস্যা লাঘবে কাজ করছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন।

 

সরেজমিন দেখা যায়, পাহাড়ের ঢালুতে খোলা মাঠ। আশপাশে কিছু পুড়ে যাওয়া গাছপালা। ক্ষতিগ্রস্ত অনেক রোহিঙ্গা ক্যাম্পে থাকা আত্মীয়স্বজনের বসতিতে অবস্থান করছেন। আবার অনেকেই ধ্বংসস্তূপের ওপর ত্রিপল বা বাঁশ দিয়ে কোনোমতে মাথা গোঁজার ঠাঁই তৈরি করছেন। তবে অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে যাওয়ায় অনেক পরিবারে হয়নি রান্না। দোকান থেকে শুকনা খাবার কিনে খাওয়ার সামর্থ্যও নেই অনেকের।


আগুনে রোহিঙ্গা নারী দিলুয়ারার ঘর পুড়ে গেছে। তিনি ৬ সন্তান নিয়ে আশ্রয় নেন পাশের খোলা মাঠে। অন্যের কাছ থেকে চেয়ে আনা পুরোনো কাপড়ে শিশুদের শরীর ঢেকে শীতের একটি রাত পার করেন। এখন মাথা গোঁজার স্থায়ী ঠিকানা নিয়ে চিন্তিত। দিলুয়ারা বলেন, এখন গোসল, টয়লেট নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। আগুনে সবকটি গোসলখানা, ল্যাট্রিন পুড়ে গেছে।


আরেক রোহিঙ্গা ফিরোজ বলেন, মঙ্গলবার দুপুরে হঠাৎ ক্যাম্পে আগুন লাগে। চিৎকার শুনে লোকজন এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে। বাঁচতে কোনোমতে ঘর থেকে বেরিয়ে পড়ি। আমাদের ঘরের সব কিছু আগুনে পুড়েছে।

ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা নারী কুলছুমা বলেন, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। আমার চোখের সামনে সব কিছু পুড়ে যাচ্ছিল। কিন্তু করার কিছু ছিল না। আমরা সকাল থেকে কিছু খাইনি।

গৃহহীন আরেক রোহিঙ্গা ছৈয়দ আহমদ বলেন, প্রতিবছর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। অধিকাংশ অগ্নিকাণ্ড রাতে ঘটলেও এবার দিনদুপুরে ঘটনা ঘটেছে। এখন ক্ষতিগ্রস্ত সবার খুবই কষ্টে দিন কাটছে।
 

তবে এই অগ্নিকাণ্ডকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছেন রোহিঙ্গা কমিউনিটির নেতারা। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটনের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের বলেন, নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। শুধুমাত্র রোহিঙ্গাদের প্রত্যাবাসন না করার জন্য। এই অগ্নিকাণ্ডও তার একটি অংশ।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার সামছু-দ্দৌজা নয়ন বলেন, মঙ্গলবার দুই ঘণ্টার অগ্নিকাণ্ডে আশ্রয়শিবিরে ডি ও সি ব্লকের ৬১৯টি রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। তাতে ৩ হাজার ২০০ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুনে পুড়ে মারা গেছেন দুজন। গৃহহীনদের জন্য দুপুর ও রাতে রান্না করা খাবার সরবরাহ করা হবে। অধিকাংশ রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকা আত্মীয়স্বজনের ঘরে অবস্থান করছেন। ধ্বংসস্তূপের ওপর স্থায়ী ঘর নির্মাণের প্রস্তুতি চলছে। নকশার কাজ শেষ হলে ঘর নির্মাণের কাজ শুরু করা হবে। তত দিন ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের খাবার সরবরাহসহ মানবিক সেবা দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর)  দুপুর সাড়ে ১২টার দিকে আশ্রয়শিবিরের ডি ব্লকের একজন রোহিঙ্গার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশ্রয়শিবিরের অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ৬১৯ ঘর পুড়ে ছাই হয়ে যায়।