খুলনায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার।
খুলনা মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে সদর থানার শেরে বাংলা রোডের হিমু লেনের ভিতর ডাকাতির প্রস্তুতিকালে ওই ৩ জনকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে কভারসহ একটি গুপ্তি, একটি ডাবল সুইচ গিয়ার ছুরি, একটি বাটযুক্ত ধারালো ছুরি এবং একটি লাল টেপ দিয়ে মোড়ানো লোহার রড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সজল দফাদার,সাব্বির হাওলাদার ও আকাশ শেখ। তাদের বিরুদ্ধ খুলনা সদর থানায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার বিকেলে খুলনা সদর থানার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. কুতুব উদ্দিন। এসময় কেএমপির উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত উপ-কমিশনার মোহা. আহসান হাবীব, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল গিয়াস উপস্থিত ছিলেন।