দোকানে এসে দেখেন ঝুলছে নতুন তালা, উধাও আড়াই’শ ভরি স্বর্ণ
নিজস্ব সংবাদ :
ছবি সংগৃহীত
দোকানে এসে দেখেন ঝুলছে নতুন তালা, উধাও আড়াই’শ ভরি স্বর্ণ।
সিলেট নগরীর একটি জুয়েলারি দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত (৮ জানুয়ারি) রাতের কোনো এক সময় নগরীর আল হামরার চতুর্থ তলায় নুরানি জুয়েলারি নামক একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে দোকানের মালিক-কর্মচারীরা দোকান খুলতে আসলে দেখতে পান, দোকানের শাটারে নতুন তালা লাগানো। পরে নতুন তালা ভেঙে দোকানে ঢুকলে স্বর্ণ চুরির বিষয়টি নজরে আসে।
পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে নুরানি জুয়েলারির মালিক দেওয়ান মো. জাবেদ চৌধুরী জানান, চুরির এ ঘটনায় তার স্বর্নের দোকান থেকে প্রায় আড়াই’শ ভরি স্বর্ণ চুরি হয়েছে। চোরেরা শাটারে নতুন তালা ঝুলিয়ে দিয়ে গেছে।
তিনি জানান, দোকানে সিসিটিভি ক্যামেরা ছিলো। কিন্তু চোরেরা এতটাই চালাক এবং জানাশুনা যে চুরি করে যাওয়ার সময় দোকানের সিসিটিভ ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। ডিডিআর নিয়ে যাওয়ার কারণে চোরেদের এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয় নি। তবে ইতোমধ্যে পুলিশ ঐ শপিং মলের অন্যান্য সব সিসিটিভ ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।
এদিকে এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রায় আড়াই’শ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দোকান মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন। তার অভিযোগের বিষয়টি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করছে পুলিশ।