ব্রেকিং নিউজ :
এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে যা জানা গেল
এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে যা জানা গেল।
দেশে হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হয়ে মারা যাওয়া নারী সানজিদা আক্তার (৩০) অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশে এইচএমপি ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে করা প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
এইচএমপি ভাইরাসে সাধারণত কেউ মারা যায় না উল্লেখ করে সায়েদুর রহমান বলেন, ‘ওই নারী এইচএমপি ভাইরাসে মারা গেছেন সেটি সরাসরি বলা যাবে না।’
তিনি আরও বলেন, ‘গত বুধবার মারা যাওয়া ওই নারী অসুস্থ হয়েছিলেন এক মাস আগে। তিনি এইচএমপি ভাইরাসে আক্রান্ত ছিলেন। পাশাপাশি অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন।’
ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘তবে সতর্ক থাকতে হবে। সরকারের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে। বার বার হাত ধোয়ার পাশাপাশি মাস্ক পরলে সংক্রমণ কম হবে।’
প্রয়োজনে হাসপাতালগুলোতে আবার করোনার মতো ব্যবস্থাপনা ফিরিয়ে আনা হবে বলেও জানান সায়েদুর রহমান। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live এইচএমপিভি ভাইরাস স্বাস্থ্য মন্ত্রণালয়