ব্রেকিং নিউজ :
আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়ে ১১ ভারতীয় নিহত
আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়ে ১১ ভারতীয় নিহত।
ভারতে আগুন আতঙ্কে এক ট্রেন থেকে লাফিয়ে পড়ে বিপরীত দিক থেকে আসা অন্য এক ট্রেনের সঙ্গে ধাক্কায় অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বুধবার বিকেলে ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি পাচোরার কাছে পারধাদে স্টেশনের কাছে ঘটে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্পক এক্সপ্রেসের যাত্রীরা সন্দেহজনক আগুনে আতঙ্কিত হয়ে ট্রেনের জরুরি শিকল টানেন। এরপর তাদের অনেকে আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফ দেন। এসময় পাশের লাইন দিয়ে বিপরীত দিকে থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের সঙ্গে ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, আগুনের ভুয়া তথ্যের কারণে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এসময় কয়েকজন যাত্রী ট্রেন থামাতে জরুরি চেইন টেনে দেন। অনেকেই এসময় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামেন। এসময় তারা পাশের ট্রেন লাইনে নেমে পড়েন। তখন বিপরীত দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়।
কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরা পৌঁছেছেন এবং উদ্ধারকাজ চলছে। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এ ঘটনা তদারকি করছেন বলে জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতগতির পুষ্পক এক্সপ্রেস ট্রেনটি লখনৌ থেকে মুম্বাইয়ের মধ্যে চলাচল করে। বুধবার বিকেলে আগুন লাগার গুজবের কারণে কেউ চেইন টেনে দেয়ার পর ট্রেনটি থামে বলে জানিয়েছে রেলওয়ে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ট্রেন দুর্ঘটনা ট্রেনে কাটা ভারতে দুর্ঘটনা